পাসওয়ার্ড সুরক্ষায় গুগল অ্যাসিস্ট্যান্ট
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে সাইবার হামলা থেকে। এজন্য গুগল অ্যাসিস্ট্যান্টে চালু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা। এ ফিচারের আওতায় দুর্বল, চুরি কিংবা ফাঁস হওয়া পাসওয়ার্ড বিষয়ে অ্যান্ড্রয়েড ও ক্রোম ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি চুরি হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে ‘পাসওয়ার্ড বদল করুন’ এমন নোটিফিকেশনও দেখাবে গুগলের এ সহকারী। হ্যাক হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে হ্যাকার চক্র কোনো অনভিপ্রেত কার্যক্রম পরিচালনা করতে চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে ওই পাসওয়ার্ডও বদলে দেবে! ব্যবহারকারী চাইলে নতুন পাসওয়ার্ডেরও নিয়ন্ত্রণ নিতে পারবেন। গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন এ ফিচার ডুপ্লেক্সের গুগল ওয়েব সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে। গত বছরের মে মাসে গুগলের আইও সম্মেলনে নতুন এ ফিচারটির বিষয়ে জানানো হয়। কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাসওয়ার্ড সুরক্ষায় গুগল অ্যাসিস্ট্যান্ট
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে সাইবার হামলা থেকে। এজন্য গুগল অ্যাসিস্ট্যান্টে চালু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা। এ ফিচারের আওতায় দুর্বল, চুরি কিংবা ফাঁস হওয়া পাসওয়ার্ড বিষয়ে অ্যান্ড্রয়েড ও ক্রোম ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি চুরি হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে ‘পাসওয়ার্ড বদল করুন’ এমন নোটিফিকেশনও দেখাবে গুগলের এ সহকারী। হ্যাক হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে হ্যাকার চক্র কোনো অনভিপ্রেত কার্যক্রম পরিচালনা করতে চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে ওই পাসওয়ার্ডও বদলে দেবে! ব্যবহারকারী চাইলে নতুন পাসওয়ার্ডেরও নিয়ন্ত্রণ নিতে পারবেন। গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন এ ফিচার ডুপ্লেক্সের গুগল ওয়েব সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে। গত বছরের মে মাসে গুগলের আইও সম্মেলনে নতুন এ ফিচারটির বিষয়ে জানানো হয়। কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।