আইফোন ১৪ লঞ্চের তারিখ ফাঁস
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনের চমক দেখা যায় প্রতি বছরের সেপ্টেম্বর মাসে। এ মাসের কোনো এক মঙ্গলবারে নতুন আইফোনের ঘোষণা আসবেই, যার সাক্ষী দেড় দশকের ইতিহাস। এবার গুঞ্জন উঠেছে, চলতি বছরের সেপ্টেম্বরের ঠিক কোনো মঙ্গলবার আসছে আইফোন ১৪!
অ্যাপল বিষয়ক খবরের সাইট আইড্রপনিউজ সম্প্রতি এ খবর ফাঁস করেছে বলে জানাচ্ছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। নিজের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইড্রপনিউজ বলছে, কাঙ্ক্ষিত তারিখটি ১৩ সেপ্টেম্বর।
তবে এটাও বলা হয়েছে, দিনটি আসতে অনেক দেরি। এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। নানা সংগত কারণেই পণ্য ঘোষণার তারিখ সামনে-পেছনে ঠেলতে পারে অ্যাপল। তবে তথ্য ফাঁসকারী অবশ্য হলফ করে আইফোনের নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি বলছেন, সেপ্টেম্বরের ১৩ তারিখ অ্যাপল একটি আয়োজন রাখছে। যেহেতু সেপ্টেম্বরেই অ্যাপল আইফোন ঘোষণা করে, এই তথ্য নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে টেকরেডার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইফোন ১৪ লঞ্চের তারিখ ফাঁস
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনের চমক দেখা যায় প্রতি বছরের সেপ্টেম্বর মাসে। এ মাসের কোনো এক মঙ্গলবারে নতুন আইফোনের ঘোষণা আসবেই, যার সাক্ষী দেড় দশকের ইতিহাস। এবার গুঞ্জন উঠেছে, চলতি বছরের সেপ্টেম্বরের ঠিক কোনো মঙ্গলবার আসছে আইফোন ১৪!
অ্যাপল বিষয়ক খবরের সাইট আইড্রপনিউজ সম্প্রতি এ খবর ফাঁস করেছে বলে জানাচ্ছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। নিজের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইড্রপনিউজ বলছে, কাঙ্ক্ষিত তারিখটি ১৩ সেপ্টেম্বর।
তবে এটাও বলা হয়েছে, দিনটি আসতে অনেক দেরি। এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। নানা সংগত কারণেই পণ্য ঘোষণার তারিখ সামনে-পেছনে ঠেলতে পারে অ্যাপল। তবে তথ্য ফাঁসকারী অবশ্য হলফ করে আইফোনের নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি বলছেন, সেপ্টেম্বরের ১৩ তারিখ অ্যাপল একটি আয়োজন রাখছে। যেহেতু সেপ্টেম্বরেই অ্যাপল আইফোন ঘোষণা করে, এই তথ্য নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে টেকরেডার।