যে ফোন ব্যবহার করেন বিল গেটস
বিশ্বের অন্যতম ধনী ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে চেনে না এমন মানুষ পাওয়া ভার। ফোর্বস ম্যাগাজিনে সেরা ধনীদের তালিকায় ২০২১ সালের অক্টোবরের হিসাবে তার নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার।
এমন ধনী একজন মানুষের ব্যবহারের গ্যাজেটও হবে অনেক নামিদামি। বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি কোনো ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন এ প্রশ্ন অনেকেরই মনে। স্বভাবতই সাধারণ মানুষ ভাবেন অ্যাপল বা গুগল পিক্সেল অথবা সবচেয়ে দামি স্মার্টফোন ভার্টু ব্যবহার করেন তিনি। কিন্তু আসলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের হাতে থাকা স্মার্টফোনটি বরং স্যামসাংয়ের একটি সাধারণ ফোন।
আর চমকপ্রদ এ তথ্য বিল গেটস নিজেই জানিয়েছেন। চলতি সপ্তাহে একটি রেডিট আস্ক মি অ্যানিথিং (এমএ) সেশনে বিল গেটসকে প্রশ্ন করা হয় তার ব্যবহার করা ফোন নিয়ে। ওই প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, তার প্রতিদিন ব্যবহারের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন রয়েছে।
২০১৭ সালে এক সাক্ষাৎকারে বিল গেটসকে তার ফোন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তবে তখন তিনি নিজের ফোন সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। শুধু তিনি জানিয়েছিলেন, তার ফোনটি অ্যান্ড্রয়েডে পরিচালিত হয়।
বিল গেটসের মতো এত বড় একজন মানুষ সাধারণ একটি স্মার্টফোন ব্যবহার করেন তা অনেকেই বিশ্বাস করতে চাইবে না। এ নিয়ে তিনি বলেছেন তিনি শুধু ফোনটির স্ক্রিনের জন্যই সেটি ব্যবহার করেন। কারণ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনটির স্ক্রিন বেশ বড় এবং ফোল্ডেবল। যা ফোল্ডেবল পিসির মতোই কাজ করতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে ফোন ব্যবহার করেন বিল গেটস
বিশ্বের অন্যতম ধনী ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে চেনে না এমন মানুষ পাওয়া ভার। ফোর্বস ম্যাগাজিনে সেরা ধনীদের তালিকায় ২০২১ সালের অক্টোবরের হিসাবে তার নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার।
এমন ধনী একজন মানুষের ব্যবহারের গ্যাজেটও হবে অনেক নামিদামি। বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি কোনো ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন এ প্রশ্ন অনেকেরই মনে। স্বভাবতই সাধারণ মানুষ ভাবেন অ্যাপল বা গুগল পিক্সেল অথবা সবচেয়ে দামি স্মার্টফোন ভার্টু ব্যবহার করেন তিনি। কিন্তু আসলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের হাতে থাকা স্মার্টফোনটি বরং স্যামসাংয়ের একটি সাধারণ ফোন।
আর চমকপ্রদ এ তথ্য বিল গেটস নিজেই জানিয়েছেন। চলতি সপ্তাহে একটি রেডিট আস্ক মি অ্যানিথিং (এমএ) সেশনে বিল গেটসকে প্রশ্ন করা হয় তার ব্যবহার করা ফোন নিয়ে। ওই প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, তার প্রতিদিন ব্যবহারের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন রয়েছে।
২০১৭ সালে এক সাক্ষাৎকারে বিল গেটসকে তার ফোন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তবে তখন তিনি নিজের ফোন সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। শুধু তিনি জানিয়েছিলেন, তার ফোনটি অ্যান্ড্রয়েডে পরিচালিত হয়।
বিল গেটসের মতো এত বড় একজন মানুষ সাধারণ একটি স্মার্টফোন ব্যবহার করেন তা অনেকেই বিশ্বাস করতে চাইবে না। এ নিয়ে তিনি বলেছেন তিনি শুধু ফোনটির স্ক্রিনের জন্যই সেটি ব্যবহার করেন। কারণ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনটির স্ক্রিন বেশ বড় এবং ফোল্ডেবল। যা ফোল্ডেবল পিসির মতোই কাজ করতে পারে।