ই-সিম ত্রুটি আইমেসেজ ও ফেসটাইম নিষ্ক্রিয়
ই-সিম সম্পর্কিত একটি ত্রুটির কারণে অনেক আইফোন ব্যবহারকারী ফেসটাইম, আইমেসেজ এমনকি কিছু কিছু ক্ষেত্রে সিম সেবা ব্যবহার করতে পারছেন না। যেসব আইফোনে ই-সিম কার্ড রয়েছে শুধু সেসব ফোনেই এ সমস্যা দেখা দিচ্ছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমনি এক ত্রুটির খবর জানিয়েছেন ব্যবহারকারীরা।
ই-সিম হলো একটি ডিজিটাল সিম, যা ফোনের মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে এবং মোবাইল অপারেটররা সেটি সক্রিয় করে থাকে। আইফোন এক্সআর এবং আইফোন এক্সএস প্রথম মডেল যাতে সর্বপ্রথম এ ফিচারটি উন্মুক্ত করে অ্যাপল।
ব্লুমবার্গের মার্ক গারম্যান নিজেই এ ত্রুটির শিকার হয়েছেন। টুইটারে তিনি অ্যাপল ও টি-মোবাইল বরাবর এ বিষয়ে অভিযোগ করেছেন। গারম্যান তার টুইটে বলেন, একটি ত্রুটির কারণে আমি আইমেসেজ ও ফেসটাইম ব্যবহার করতে পারছি না। বাধ্য হয়ে নতুন ফিজিক্যাল সিম প্রবেশ করানো লেগেছে। তবে কেউ কেউ ডিভাইস থেকে ই-সিম সরিয়ে আবার সেটি সেটআপ করার মাধ্যমে সেবাটি চালু করতে পেরেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে অ্যাপলের সঙ্গে টি-মোবাইল কাজ করছে বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ই-সিম ত্রুটি আইমেসেজ ও ফেসটাইম নিষ্ক্রিয়
ই-সিম সম্পর্কিত একটি ত্রুটির কারণে অনেক আইফোন ব্যবহারকারী ফেসটাইম, আইমেসেজ এমনকি কিছু কিছু ক্ষেত্রে সিম সেবা ব্যবহার করতে পারছেন না। যেসব আইফোনে ই-সিম কার্ড রয়েছে শুধু সেসব ফোনেই এ সমস্যা দেখা দিচ্ছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমনি এক ত্রুটির খবর জানিয়েছেন ব্যবহারকারীরা।
ই-সিম হলো একটি ডিজিটাল সিম, যা ফোনের মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে এবং মোবাইল অপারেটররা সেটি সক্রিয় করে থাকে। আইফোন এক্সআর এবং আইফোন এক্সএস প্রথম মডেল যাতে সর্বপ্রথম এ ফিচারটি উন্মুক্ত করে অ্যাপল।
ব্লুমবার্গের মার্ক গারম্যান নিজেই এ ত্রুটির শিকার হয়েছেন। টুইটারে তিনি অ্যাপল ও টি-মোবাইল বরাবর এ বিষয়ে অভিযোগ করেছেন। গারম্যান তার টুইটে বলেন, একটি ত্রুটির কারণে আমি আইমেসেজ ও ফেসটাইম ব্যবহার করতে পারছি না। বাধ্য হয়ে নতুন ফিজিক্যাল সিম প্রবেশ করানো লেগেছে। তবে কেউ কেউ ডিভাইস থেকে ই-সিম সরিয়ে আবার সেটি সেটআপ করার মাধ্যমে সেবাটি চালু করতে পেরেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে অ্যাপলের সঙ্গে টি-মোবাইল কাজ করছে বলে জানা গেছে।