জানালাবিহীন গাড়ি হবে না বমি
ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও প্রযুক্তি নির্মাতা অ্যাপল চালকবিহীন গাড়ি নিয়ে রীতিমতো কোমরবেঁধে নেমেছে। টেসলার চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দেওয়ার কয়েকদিন পরেই একই ধরনের গাড়ি নিয়ে বাজার ধরতে চাইছে অ্যাপল। তবে আছে ভিন্নতা ও চমক। এমনকি এই গাড়িতে উঠলে হবে না বমি।
ঘোষণা দিয়েই থেমে থাকেনি অ্যাপল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নিজেদের তৈরি গাড়ির পেটেন্ট চেয়ে আবেদন করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। পেটেন্ট বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে থেকেই চলবে এই গাড়ি, প্রয়োজন পড়বে না চালকের।
বিশেষজ্ঞরা বলছেন, একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে চলেছে এ গাড়িতে। থাকতে চলেছে একাধিক সেন্সর। মূলত এ সেন্সরগুলো কাজে লাগিয়েই রাস্তার মাপ কিংবা যানজট বুঝবে গাড়িটি।
পাশাপাশি পেট্রোল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে নয়, এই গাড়ি পুরোপুরি বিদ্যুৎচালিত হতে চলেছে। গাড়িতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি।
তবে প্রস্তাবিত নকশা বলছে, গাড়িতে থাকছে না কোনো জানালা। তার বদলে ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রী। জানালা না থাকার বিষয়টি খুব একটা পছন্দ হয়নি নেটাগরিকদের একাংশের। যদিও অ্যাপেল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের (গাড়িতে উঠলেই বমি) সমস্যা কমাতেই এ পদক্ষেপ।
শেষ পর্যন্ত অত্যাধুনিক গাড়ি তৈরির লড়াইয়ে কে জেতে সেটাই এখন দেখার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উদ্ভাবন
জানালাবিহীন গাড়ি হবে না বমি
ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও প্রযুক্তি নির্মাতা অ্যাপল চালকবিহীন গাড়ি নিয়ে রীতিমতো কোমরবেঁধে নেমেছে। টেসলার চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দেওয়ার কয়েকদিন পরেই একই ধরনের গাড়ি নিয়ে বাজার ধরতে চাইছে অ্যাপল। তবে আছে ভিন্নতা ও চমক। এমনকি এই গাড়িতে উঠলে হবে না বমি।
ঘোষণা দিয়েই থেমে থাকেনি অ্যাপল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নিজেদের তৈরি গাড়ির পেটেন্ট চেয়ে আবেদন করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। পেটেন্ট বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে থেকেই চলবে এই গাড়ি, প্রয়োজন পড়বে না চালকের।
বিশেষজ্ঞরা বলছেন, একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে চলেছে এ গাড়িতে। থাকতে চলেছে একাধিক সেন্সর। মূলত এ সেন্সরগুলো কাজে লাগিয়েই রাস্তার মাপ কিংবা যানজট বুঝবে গাড়িটি।
পাশাপাশি পেট্রোল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে নয়, এই গাড়ি পুরোপুরি বিদ্যুৎচালিত হতে চলেছে। গাড়িতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি।
তবে প্রস্তাবিত নকশা বলছে, গাড়িতে থাকছে না কোনো জানালা। তার বদলে ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রী। জানালা না থাকার বিষয়টি খুব একটা পছন্দ হয়নি নেটাগরিকদের একাংশের। যদিও অ্যাপেল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের (গাড়িতে উঠলেই বমি) সমস্যা কমাতেই এ পদক্ষেপ।
শেষ পর্যন্ত অত্যাধুনিক গাড়ি তৈরির লড়াইয়ে কে জেতে সেটাই এখন দেখার।