বন্ধ হচ্ছে জুমের ক্রোমবুক সংস্করণ
বন্ধ হতে যাচ্ছে গুগলের ক্রোমবুকের জন্য বিশেষায়িত জুম অ্যাপ। ক্রোমবুক প্ল্যাটফরমে নিজস্ব সেবার আধুনিকায়নের লক্ষ্যে এ পদেক্ষপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জুম। সম্প্রতি ক্রোমবুকের জুম অ্যাপ থেকে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেওয়া হচ্ছে।
সেখানে জানানো হচ্ছে, আগস্টের পর থেকে এ অ্যাপটি আর সমর্থন পাবে না। তাই ক্রোমবুকের মাধ্যমে জুম মিটিংয়ে অংশ নেওয়ার জন্য নতুন ‘জুম ফর পিডব্লিউএ’ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন এ সিদ্ধান্তের ফলে ক্রোমওএসে আর মাত্র তিন মাস অ্যাপটি ব্যবহার করা যাবে, যেটি করোনা মহামারির প্রথম দিকে উন্মুক্ত করা হয়েছিল। সাশ্রয়ী হওয়ায় অনেকেই গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলো ব্যবহার করেন। বিশেষ করে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্রোমবুকের বেশ চাহিদা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্ধ হচ্ছে জুমের ক্রোমবুক সংস্করণ
বন্ধ হতে যাচ্ছে গুগলের ক্রোমবুকের জন্য বিশেষায়িত জুম অ্যাপ। ক্রোমবুক প্ল্যাটফরমে নিজস্ব সেবার আধুনিকায়নের লক্ষ্যে এ পদেক্ষপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জুম। সম্প্রতি ক্রোমবুকের জুম অ্যাপ থেকে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেওয়া হচ্ছে।
সেখানে জানানো হচ্ছে, আগস্টের পর থেকে এ অ্যাপটি আর সমর্থন পাবে না। তাই ক্রোমবুকের মাধ্যমে জুম মিটিংয়ে অংশ নেওয়ার জন্য নতুন ‘জুম ফর পিডব্লিউএ’ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন এ সিদ্ধান্তের ফলে ক্রোমওএসে আর মাত্র তিন মাস অ্যাপটি ব্যবহার করা যাবে, যেটি করোনা মহামারির প্রথম দিকে উন্মুক্ত করা হয়েছিল। সাশ্রয়ী হওয়ায় অনেকেই গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলো ব্যবহার করেন। বিশেষ করে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্রোমবুকের বেশ চাহিদা রয়েছে।