ইরানে স্টারলিংকের সেবা চালু

 আইটি ডেস্ক 
২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ইরানে চালু হলো ইলন মাস্কের কোম্পানি ‘স্টারলিংকের ইন্টারনেট সেবা। রবিবার এক টুইটে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক লিখেছেন ইরানে ‘স্টারলিংক চালু করছি’। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের নাগরিকদের জন্য ‘ইন্টারনেট স্বাধীনতা এবং তথ্যের মুক্ত প্রবাহ অগ্রসর করতে’ যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে টুইট করার পরপরই এক টুইটে এ তথ্য জানিয়েছেন মাস্ক। ইরানের ওপর যুক্তরাষ্ট্র একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও পুলিশ হেফাজতে এক কুর্দিশ নারীর মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শুক্রবারই ইরানে ইন্টারনেট সেবাকেন্দ্রিক নীতিমালা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এক সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এক ট্রেজারি কর্মকর্তা বলেছিলেন, ‘আমাদের দৃষ্টিতে স্টারলিংক যে সেবা দেবে, তা বাণিজ্যিক মানের এবং এর হার্ডওয়্যার সাধারণ লাইসেন্সের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এর জন্য ট্রেজারি বিভাগের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে তাদের।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন