ইনস্টাগ্রামে বড় স্টোরিজ

 আইটি ডেস্ক 
২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় দৈর্ঘ্যরে স্টোরিজ আপলোডের সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের শেষদিকে কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটির বেটা ভার্সন পরীক্ষার জন্য চালু করা হয়েছিল। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র জানান, স্টোরিজের অভিজ্ঞতা উন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এখন থেকে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ স্টোরিজ তৈরি ও আপলোড করতে পারবে। ভিডিওগুলো আগের মতো ১৫ সেকেন্ডের ক্লিপে পরিবর্তন হবে না। গত জুনে ইনস্টাগ্রাম কনটেন্টের সময় ৯০ সেকেন্ড পর্যন্ত বাড়ানোর মাধ্যমে রিলসের ফিচার উন্নত করেছিল। আগে এ সময়সীমা ছিল ৬০ সেকেন্ড। ভিডিও পণ্যে মনোনিবেশ করার জন্য ইনস্টাগ্রাম কাজ করছে বলে জানিয়েছিলেন প্লাটফরম প্রধান অ্যাডাম মোসেরি। সে ঘোষণার পরপর নতুন সব পরিবর্তন আনা হচ্ছে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন