ইউটিউব শর্টসে নতুন ফিচার

  
০২ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ভিডিও স্ট্রিমিংয়ের প্ল্যাটফরম ইউটিউবের ছোট ভিডিওর ফিচার ইউটিউব শর্টসে নতুন সুবিধাযুক্ত হয়েছে। যদিও এ সুবিধাগুলো এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফরম টিকটকে ব্যবহার হচ্ছে। বুধবার থেকে ‘ন্যারেশন ভয়েসওভার’ নামে এমনই একটি ফিচার চালু করছে গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফরমটি। ‘ন্যারেশন’ ব্যবহার করে আগে থেকে রেকর্ড করা ভিডিওতে ধারাভাষ্য যোগ করেন কনটেন্ট নির্মাতারা। এমন কনটেন্টের উদাহরণ হিসাবে বলা যায় রান্নার টিউটোরিয়ালে নির্দেশনা দেওয়া, বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিওতে ‘লাইভ রিয়েকশন’ অথবা ‘দৈনন্দিন জীবন’ বা ‘সকালের রুটিন’-ধাঁচের ভিডিও। একটি ভিডিও রেকর্ড করার পর শর্টস-এ ভয়েসওভার যোগ করতে ক্যামেরা স্ক্রিনের নিচের ডানপাশে থাকা ‘চেকমার্কে’ চাপ দিতে হবে। এর পর, ‘ভয়েসওভার’ বাটনে চাপ দিয়ে ব্যবহারকারী কোথা থেকে ভয়েসওভার শুরু করতে চান, সেটি ঠিক করে চাপ দিতে হবে ‘রেকর্ড’ বাটনে। পরবর্তীত সময়ে, ভলিউমও ঠিক করে নিতে পারবেন তিনি। এ ছাড়া সহজে এডিট করতে এই রেকর্ডিং ‘আনডু’ এবং ‘রিডু’ও করতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি টিকটক থেকে নেওয়া আরেকটি আইওএস ফিচার যোগ করেছে ইউটিউব শর্টস। সেটি হলো, একটি নতুন ভিডিওর মাধ্যমে কমেন্টের রিপ্লাই দেওয়ার সুবিধা। ২০২০ সালেই ফিচারটি এনেছিল টিকটক। আর ইনস্টাগ্রাম ফিচারটির নিজস্ব সংস্করণ এনেছে গেল ডিসেম্বর মাসে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন