মজিলার ঘরে অ্যাক্টিভ রেপ্লিকা
ব্যবহারকারীদের মেটাভার্স অভিজ্ঞতা দিতে ‘অ্যাক্টিভ রেপ্লিকা’ অধিগ্রহণ করেছে মজিলা। গত ৩০ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছে ব্রাউজার জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।
অ্যাক্টিভ রেপ্লিকা সাধারণত ওয়েবভিত্তিক মেটাভার্স তৈরি করে। মজিলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমো উদম বলেন, অ্যাক্টিভ রেপ্লিকা মজিলা হাবের চলমান কাজের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী সময়ে ভিআর চ্যাটরুম পরিষেবা এবং ওপেন সোর্স প্রকল্পের কাজগুলোয় সহযোগিতা করবে।
অ্যাক্টিভ রেপ্লিকা টিম মূলত বিশেষায়িত সাবস্ক্রিপশন স্তরগুলোয় কাজ করবে। এ ছাড়া অনবোর্ডিং অভিজ্ঞতা উন্নয়ন ও মজিলার হাবগুলোয় নতুন ইন্টারঅ্যাকশন ক্ষমতা যোগ করবে। অধিগ্রহণের আগে অ্যাক্টিভ রেপ্লিকা প্রকাশ্যে তাদের প্রতিষ্ঠানের বাইরের তহবিল নিয়ে কখনো ঘোষণা দেয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মজিলার ঘরে অ্যাক্টিভ রেপ্লিকা
ব্যবহারকারীদের মেটাভার্স অভিজ্ঞতা দিতে ‘অ্যাক্টিভ রেপ্লিকা’ অধিগ্রহণ করেছে মজিলা। গত ৩০ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছে ব্রাউজার জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।
অ্যাক্টিভ রেপ্লিকা সাধারণত ওয়েবভিত্তিক মেটাভার্স তৈরি করে। মজিলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমো উদম বলেন, অ্যাক্টিভ রেপ্লিকা মজিলা হাবের চলমান কাজের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী সময়ে ভিআর চ্যাটরুম পরিষেবা এবং ওপেন সোর্স প্রকল্পের কাজগুলোয় সহযোগিতা করবে।
অ্যাক্টিভ রেপ্লিকা টিম মূলত বিশেষায়িত সাবস্ক্রিপশন স্তরগুলোয় কাজ করবে। এ ছাড়া অনবোর্ডিং অভিজ্ঞতা উন্নয়ন ও মজিলার হাবগুলোয় নতুন ইন্টারঅ্যাকশন ক্ষমতা যোগ করবে। অধিগ্রহণের আগে অ্যাক্টিভ রেপ্লিকা প্রকাশ্যে তাদের প্রতিষ্ঠানের বাইরের তহবিল নিয়ে কখনো ঘোষণা দেয়নি।