উড়োজাহাজে থাকছে না ফ্লাইট মুডের বাধ্যবাধকতা
উড়োজাহাজে সাধারণ নির্দেশনা থাকে মোবাইল ফোন ব্যবহার না করার। ফলে স্মার্ট ডিভাইস রাখতে হয় এয়ারপ্লেন বা ফ্লাইট মুডে। তবে অদূর ভবিষ্যতে এমন সীমাবদ্ধতা আর থাকছে না। উড়োজাহাজে চড়ার সময় মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে মাঝ আকাশে থেকেও ফোন কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
২০২৩ সালের জুনের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোকে নিজ নিজ দেশে ফাইভ-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালুর বাধ্যবাধকতা রয়েছে। শনিবার ইইউ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক সংবাদে এমনটাই জানানো হয়।
এতে বলা হয়, চলন্ত উড়োজাহাজে যাত্রীদের ফাইভ-জি নেটওয়ার্ক এবং ধীরগতির মোবাইল ডেটা দিতে এয়ারলাইনগুলোকে নির্দেশনা দিয়েছে ইইউ। এর অর্থ হচ্ছে, উড়োজাহাজে চড়ার সময় স্মার্ট ডিভাইসে আর এয়ারপ্লেন মুড চালু করতে হবে না যাত্রীদের। পাশাপাশি যাত্রীরা মোবাইল ফোনকলের পাশাপাশি মিউজিক শোনা এবং ভিডিও দেখার মতো অ্যাপ ব্যবহার করতে পারবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উড়োজাহাজে থাকছে না ফ্লাইট মুডের বাধ্যবাধকতা
উড়োজাহাজে সাধারণ নির্দেশনা থাকে মোবাইল ফোন ব্যবহার না করার। ফলে স্মার্ট ডিভাইস রাখতে হয় এয়ারপ্লেন বা ফ্লাইট মুডে। তবে অদূর ভবিষ্যতে এমন সীমাবদ্ধতা আর থাকছে না। উড়োজাহাজে চড়ার সময় মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে মাঝ আকাশে থেকেও ফোন কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
২০২৩ সালের জুনের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোকে নিজ নিজ দেশে ফাইভ-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালুর বাধ্যবাধকতা রয়েছে। শনিবার ইইউ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক সংবাদে এমনটাই জানানো হয়।
এতে বলা হয়, চলন্ত উড়োজাহাজে যাত্রীদের ফাইভ-জি নেটওয়ার্ক এবং ধীরগতির মোবাইল ডেটা দিতে এয়ারলাইনগুলোকে নির্দেশনা দিয়েছে ইইউ। এর অর্থ হচ্ছে, উড়োজাহাজে চড়ার সময় স্মার্ট ডিভাইসে আর এয়ারপ্লেন মুড চালু করতে হবে না যাত্রীদের। পাশাপাশি যাত্রীরা মোবাইল ফোনকলের পাশাপাশি মিউজিক শোনা এবং ভিডিও দেখার মতো অ্যাপ ব্যবহার করতে পারবেন।