ব্লুটুথ ডিভাইস হ্যাকের নয়া অস্ত্র ব্লুবাগিং

 আইটি ডেস্ক 
০৬ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

স্মার্টফোনে অন থাকা ব্লুটুথের মাধ্যমেই ডিভাইসের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে হ্যাকাররা। আর এভাবে আপনার ডিভাইস হ্যাক করার পদ্ধতির নাম ব্লুবাগিং। মূলত একটি স্ল্যাং ব্লুবাগিং।

ব্লুটুথভিত্তিক আক্রমণের জন্য ব্যবহার করে হ্যাকাররা। ভয়ঙ্কর এ স্ল্যাং ব্যবহার করে জালিয়াতরা আপনার ফোনের সব ফিচারের অ্যাক্সেস নিয়ে নেয়। আপনি যদি ব্লুটুথ অন করে রেখে দেন, তাহলে ফোন এবং তার ফিচারগুলো ডিসকভার করা অনেকটাই সহজ হয়ে যায় হ্যাকারদের কাছে। খুব সহজে বলতে গেলে, এ প্রক্রিয়া যেন আপনার সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার জন্য সাইবার জালিয়াতদের কাছে উন্মুক্ত দ্বার।

ব্লুবাগিং থেকে বাঁচতে

* ফোনের ব্লুটুথ পেয়ার থাকা সবগুলো ডিভাইস রিমুভ করতে হবে। যতবার পেয়ার করবেন, ততবারই মনে করে আনপেয়ার বা ডিসেবলও করতে হবে। * প্রতিনিয়ত স্মার্টফোনের সিস্টেম সফটওয়্যার আপডেট করুন। * ওপেন ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। * অতিরিক্ত সুরক্ষার জন্য ভিপিএন ইনস্টল করুন। * ব্যবহার না করলে সর্বদা ফোনের ব্লুটুথ সেটিংস ডিঅ্যাক্টিভেট করে রাখুন। সবথেকে ভালো উপায়, ব্যবহার করা হয়ে গেলেই ফোনের ব্লুটুথ বন্ধ করে রাখুন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন