প্রথম সংস্করণের আইফোন নিলামে
jugantor
প্রথম সংস্করণের আইফোন নিলামে

  আইটি ডেস্ক  

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ম্যাকওয়ার্ল্ড এক্সপোতে ২০০৭ সালের ৯ জানুয়ারি স্টিভ জবস প্রথম জেনারেশনের আইফোন সবার সামনে উপস্থাপন করে এক ইতিহাস গড়েন। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেছে ১৬ বছর। এতদিনে রং, রূপ, নকশা বদলে গেছে সবই। চাহিদা আর সময়মাফিক আইফোনে এসেছে নানারূপ পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন। সেই ইতিহাসের একটি ছোট্ট অংশ নিলামে উঠছে কিছুদিনের মধ্যেই।

সেদিনের ইতিহাস তৈরি করা সেই জিনিসটি ছিল প্রথম জেনারেশনের আইফোন। ১৬ বছর আগের সেই আইফোন যারা কিনেছিলেন, তাদের প্রায় সবাই সম্ভবত এখন ব্যবহার করছেন ফোনটির সর্বশেষ সংস্করণ, আর প্রথম আইফোনটি তারা ছেড়ে দিয়েছেন মেলা আগেই।

অন্তত একজন ছিলেন ব্যতিক্রম। ট্যাটু শিল্পী কারেন গ্রিন তার উপহার পাওয়া প্রথম সংস্করণের আইফোনটি কখনোই ব্যবহার করেননি। আরও পরিষ্কার করে বললে, তিনি এর প্যাকেটই কখনো খোলেননি।

ঘোষণা জানুয়ারিতে হলেও বছরের মাঝামাঝি বাজারে আসা ওই ফোনের দাম ছিল ৫৯৯ ডলার। সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লের ফোনে ছিল দুই মেগাপিক্সেলের ক্যামেরা, চার আর আট জিবি স্টেরেজের অপশন ছিল। আর ছিল ইন্টারনেট সংযোগের সুবিধার সঙ্গে আইটউনসে গান শোনার ব্যবস্থা। এখন হয়তো অনেকেরই শুনতে অবাক লাগবে, ওই ফোনে ছিল না কোনো অ্যাপ স্টোর। বাজারে এসেছিল এটিঅ্যান্ডটির প্যাকেজের অংশ হিসাবে।

এ ফোনটি নিয়ে কারেন আগেও কথা বলেছেন। ২০১৯ সালে টেলিভিশন শো ‘দ্য ডক্টর অ্যান্ড দ্য ডিভা’তে তিনি বলেছিলেন, তার ধারণা এর দাম উঠতে পারে প্রায় পাঁচ হাজার ডলার।

তবে, গত অক্টোবরেই নিলামঘর এলজিসি অকশনস ওই একই মডেলের একটি আইফোন নিলাম করেছে, সেটির দাম উঠেছিল ৩৯ হাজার ডলার। একই নিলামঘরে যাচ্ছে কারেনের ফোনটিও। অনুমান এর দাম উঠবে ৫০ হাজার ডলার। তবে, এর শুরুর বিড ধরা হয়েছে আড়াই হাজার ডলার।

নিলামের ফলাফল জানতে অ্যাপলভক্তদের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রথম সংস্করণের আইফোন নিলামে

 আইটি ডেস্ক 
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ম্যাকওয়ার্ল্ড এক্সপোতে ২০০৭ সালের ৯ জানুয়ারি স্টিভ জবস প্রথম জেনারেশনের আইফোন সবার সামনে উপস্থাপন করে এক ইতিহাস গড়েন। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেছে ১৬ বছর। এতদিনে রং, রূপ, নকশা বদলে গেছে সবই। চাহিদা আর সময়মাফিক আইফোনে এসেছে নানারূপ পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন। সেই ইতিহাসের একটি ছোট্ট অংশ নিলামে উঠছে কিছুদিনের মধ্যেই।

সেদিনের ইতিহাস তৈরি করা সেই জিনিসটি ছিল প্রথম জেনারেশনের আইফোন। ১৬ বছর আগের সেই আইফোন যারা কিনেছিলেন, তাদের প্রায় সবাই সম্ভবত এখন ব্যবহার করছেন ফোনটির সর্বশেষ সংস্করণ, আর প্রথম আইফোনটি তারা ছেড়ে দিয়েছেন মেলা আগেই।

অন্তত একজন ছিলেন ব্যতিক্রম। ট্যাটু শিল্পী কারেন গ্রিন তার উপহার পাওয়া প্রথম সংস্করণের আইফোনটি কখনোই ব্যবহার করেননি। আরও পরিষ্কার করে বললে, তিনি এর প্যাকেটই কখনো খোলেননি।

ঘোষণা জানুয়ারিতে হলেও বছরের মাঝামাঝি বাজারে আসা ওই ফোনের দাম ছিল ৫৯৯ ডলার। সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লের ফোনে ছিল দুই মেগাপিক্সেলের ক্যামেরা, চার আর আট জিবি স্টেরেজের অপশন ছিল। আর ছিল ইন্টারনেট সংযোগের সুবিধার সঙ্গে আইটউনসে গান শোনার ব্যবস্থা। এখন হয়তো অনেকেরই শুনতে অবাক লাগবে, ওই ফোনে ছিল না কোনো অ্যাপ স্টোর। বাজারে এসেছিল এটিঅ্যান্ডটির প্যাকেজের অংশ হিসাবে।

এ ফোনটি নিয়ে কারেন আগেও কথা বলেছেন। ২০১৯ সালে টেলিভিশন শো ‘দ্য ডক্টর অ্যান্ড দ্য ডিভা’তে তিনি বলেছিলেন, তার ধারণা এর দাম উঠতে পারে প্রায় পাঁচ হাজার ডলার।

তবে, গত অক্টোবরেই নিলামঘর এলজিসি অকশনস ওই একই মডেলের একটি আইফোন নিলাম করেছে, সেটির দাম উঠেছিল ৩৯ হাজার ডলার। একই নিলামঘরে যাচ্ছে কারেনের ফোনটিও। অনুমান এর দাম উঠবে ৫০ হাজার ডলার। তবে, এর শুরুর বিড ধরা হয়েছে আড়াই হাজার ডলার।

নিলামের ফলাফল জানতে অ্যাপলভক্তদের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন