প্রতি সেন্টিমিটারের তথ্য দেবে নাসার স্যাটেলাইট
আইটি ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মার্কিন মহাকাশ সংস্থা নাসা দ্বৈত তরঙ্গ ব্যবহার করা প্রথম ‘রেডার ইমেজিং স্যাটেলাইট’ নিসার মহাকাশে পাঠাবে। এর মাধ্যমে পৃথিবীর প্রতি সেন্টিমিটারের তথ্য শনাক্ত করতে পারে স্যাটেলাইটটি। স্যাটেলাইটটি ভূমিকম্প, সুনামিসহ অন্যান্য বিপর্যয়, এমনকি সূক্ষ্ম বিষয়গুলোও পর্যবেক্ষণ করে পৃথিবীতে পাঠাবে। মহাকাশে এর কার্যক্রমের মেয়াদ মাত্রই তিন বছর হলেও নাসা বলছে, এতে এমন ‘আলোড়ন তোলা’ প্রযুক্তি থাকার সম্ভাবনা আছে, যা পৃথিবীর পরিস্থিতি বুঝতে সহায়তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও মানিয়ে নিতে পারে। স্যাটেলাইটটি ভারতের মহাকাশ সংস্থার (ইসরো) সঙ্গে যৌথ উদ্যোগে ২০২৪ সালে ভারত থেকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসার। মিশন দল প্রত্যাশা করছে, এক থেকে দুই দিনের মধ্যেই বিভিন্ন ডেটা সর্বজনীনভাবে প্রকাশের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কয়েক ঘণ্টার মধ্যেই ডেটা সরবরাহ করা যাবে এর মাধ্যমে। আনুমানিক দেড়শ কোটি ডলারের এ স্যাটেলাইট সম্ভবত এ যাবতকালের সবচেয়ে দামি ‘আর্থ ইমেজিং’ স্যাটেলাইট হতে যাচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রতি সেন্টিমিটারের তথ্য দেবে নাসার স্যাটেলাইট
মার্কিন মহাকাশ সংস্থা নাসা দ্বৈত তরঙ্গ ব্যবহার করা প্রথম ‘রেডার ইমেজিং স্যাটেলাইট’ নিসার মহাকাশে পাঠাবে। এর মাধ্যমে পৃথিবীর প্রতি সেন্টিমিটারের তথ্য শনাক্ত করতে পারে স্যাটেলাইটটি। স্যাটেলাইটটি ভূমিকম্প, সুনামিসহ অন্যান্য বিপর্যয়, এমনকি সূক্ষ্ম বিষয়গুলোও পর্যবেক্ষণ করে পৃথিবীতে পাঠাবে। মহাকাশে এর কার্যক্রমের মেয়াদ মাত্রই তিন বছর হলেও নাসা বলছে, এতে এমন ‘আলোড়ন তোলা’ প্রযুক্তি থাকার সম্ভাবনা আছে, যা পৃথিবীর পরিস্থিতি বুঝতে সহায়তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও মানিয়ে নিতে পারে। স্যাটেলাইটটি ভারতের মহাকাশ সংস্থার (ইসরো) সঙ্গে যৌথ উদ্যোগে ২০২৪ সালে ভারত থেকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসার। মিশন দল প্রত্যাশা করছে, এক থেকে দুই দিনের মধ্যেই বিভিন্ন ডেটা সর্বজনীনভাবে প্রকাশের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কয়েক ঘণ্টার মধ্যেই ডেটা সরবরাহ করা যাবে এর মাধ্যমে। আনুমানিক দেড়শ কোটি ডলারের এ স্যাটেলাইট সম্ভবত এ যাবতকালের সবচেয়ে দামি ‘আর্থ ইমেজিং’ স্যাটেলাইট হতে যাচ্ছে।