সিনেমা বানাচ্ছে অ্যাপল
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার এবার সিনেমা ব্যবসায় শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লগ্নিতে নির্মিত সিনেমা হাজার হাজার হলে মুক্তি দেওয়ার পাশাপাশি সেগুলো মাসব্যাপী দেখানোরও পরিকল্পনা রয়েছে মোবাইল ফোন দিয়ে বাজিমাত করা এ অভিজাত ব্র্যান্ডটির। সিনেমা মুক্তির এ উদ্যোগ অ্যাপলের টিভি প্লাসের গ্রাহক বাড়াবে কিনা, তা বলা কঠিন।
কিন্তু এটি কল্পনা করা যাচ্ছে যে, হলে সিনেমার বাড়তি মুক্তি জনসাধারণের মনে অ্যাপলের অবস্থান আরও শক্ত করবে এবং নতুন সিনেমা মানুষজনকে সিনেপ্লেক্সে নিয়ে যাবে। সিনেমা ব্যবসায় যেহেতু অ্যাপল নতুন, তাই হলে সিনেমা মুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রস্তুতির জন্য স্টুডিওর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আলোচনা করছে অ্যাপল।
এর ফলে অ্যাপল স্টুডিও ও অ্যাপল টিভি প্লাসের বাইরে দর্শক এখন প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে সিনেমা ব্যবসায় বড় বিনিয়োগকারী হিসাবে দেখতে পাবেন। অবশ্য অ্যাপলের এ পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তাই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি অ্যাপল। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি পাওয়া ম্যাথিউ ভাওগনের থ্রিলার সিনেমা ‘অরগাইল’ হতে যাচ্ছে অ্যাপলের আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটি বিভিন্ন সিনেমা হলে কমপক্ষে এক মাস চলবে।
তবে এবারই প্রথম অ্যাপল তাদের সিনেমা প্রথাগত সিনেমা হলে চালাচ্ছে না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সিনেমায় বিনিয়োগের খবর এমন সময় এলো, যখন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো তাদের কনটেন্ট নির্মাণের ব্যয় ও সম্ভাব্য টেকসই লাভের হিসাব-নিকাশ করছে। এ ছাড়া সিনেমা বাজারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স ইঙ্গিত দিয়েছে, তারা এখনো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত নয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিনেমা বানাচ্ছে অ্যাপল
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার এবার সিনেমা ব্যবসায় শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লগ্নিতে নির্মিত সিনেমা হাজার হাজার হলে মুক্তি দেওয়ার পাশাপাশি সেগুলো মাসব্যাপী দেখানোরও পরিকল্পনা রয়েছে মোবাইল ফোন দিয়ে বাজিমাত করা এ অভিজাত ব্র্যান্ডটির। সিনেমা মুক্তির এ উদ্যোগ অ্যাপলের টিভি প্লাসের গ্রাহক বাড়াবে কিনা, তা বলা কঠিন।
কিন্তু এটি কল্পনা করা যাচ্ছে যে, হলে সিনেমার বাড়তি মুক্তি জনসাধারণের মনে অ্যাপলের অবস্থান আরও শক্ত করবে এবং নতুন সিনেমা মানুষজনকে সিনেপ্লেক্সে নিয়ে যাবে। সিনেমা ব্যবসায় যেহেতু অ্যাপল নতুন, তাই হলে সিনেমা মুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রস্তুতির জন্য স্টুডিওর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আলোচনা করছে অ্যাপল।
এর ফলে অ্যাপল স্টুডিও ও অ্যাপল টিভি প্লাসের বাইরে দর্শক এখন প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে সিনেমা ব্যবসায় বড় বিনিয়োগকারী হিসাবে দেখতে পাবেন। অবশ্য অ্যাপলের এ পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তাই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি অ্যাপল। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি পাওয়া ম্যাথিউ ভাওগনের থ্রিলার সিনেমা ‘অরগাইল’ হতে যাচ্ছে অ্যাপলের আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটি বিভিন্ন সিনেমা হলে কমপক্ষে এক মাস চলবে।
তবে এবারই প্রথম অ্যাপল তাদের সিনেমা প্রথাগত সিনেমা হলে চালাচ্ছে না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সিনেমায় বিনিয়োগের খবর এমন সময় এলো, যখন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো তাদের কনটেন্ট নির্মাণের ব্যয় ও সম্ভাব্য টেকসই লাভের হিসাব-নিকাশ করছে। এ ছাড়া সিনেমা বাজারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স ইঙ্গিত দিয়েছে, তারা এখনো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত নয়।