বিশ্বজুড়ে চালু হলো টুইটার ‘ব্লু’
jugantor
বিশ্বজুড়ে চালু হলো টুইটার ‘ব্লু’

  আইটি ডেস্ক  

২৭ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিশ্বের সব দেশে ‘ব্লু’ সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের পাশে নীল রঙের টিক চিহ্ন যুক্ত করতে পারবেন। পাশাপাশি মিলবে চার হাজার শব্দের টুইট করার সুবিধা। এ ছাড়া পোস্ট এডিট করাসহ অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।

সেবাটি ব্যবহারের জন্য মাসে ৮ ডলার (৮৪১.৫৮ টাকা) ফি দিতে হবে, যা আইওএস অ্যাপের ক্ষেত্রে ১১ ডলার (১১৫৭.১৭ টাকা)।

এদিকে, টুইটারে অ্যাকাউন্ট থাকা বিভিন্ন সংগঠন নিজেদের নামের পাশে এর চেয়েও গুরুত্বপূর্ণ টিক চিহ্ন যোগ করতে পারবে। ইতোমধ্যে ‘ধূসর’ রঙের এ টিক চিহ্নের আবেদন নিতে শুরু করেছে টুইটার।

সরকারি কর্মকর্তা ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও ভেরিফাই করে এটি। স্বাভাবিকভাবেই এর প্রক্রিয়া তুলনামূলক কঠোর। এটি পেতে আবেদনকারীকে হয় নিজেদের সরকারি পরিচয়পত্র অথবা প্রাসঙ্গিক কোনো ইমেইল ঠিকানা দিয়ে নিজেদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে বর্ণনা দিতে হয়। ইতোমধ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সোনালি’ রঙের টিক চিহ্নের জন্য আবেদন করতে পারছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ‘ব্লু’ পরিষেবার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এটি বিশ্বব্যাপী চালু করা গুরুত্বপূর্ণ বলে। টুইটারের আর্থিক আয়ের অর্ধেকই বিভিন্ন গ্রাহক সেবা থেকে পেতে চান কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক।

বিশ্বজুড়ে চালু হলো টুইটার ‘ব্লু’

 আইটি ডেস্ক 
২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিশ্বের সব দেশে ‘ব্লু’ সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের পাশে নীল রঙের টিক চিহ্ন যুক্ত করতে পারবেন। পাশাপাশি মিলবে চার হাজার শব্দের টুইট করার সুবিধা। এ ছাড়া পোস্ট এডিট করাসহ অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।

সেবাটি ব্যবহারের জন্য মাসে ৮ ডলার (৮৪১.৫৮ টাকা) ফি দিতে হবে, যা আইওএস অ্যাপের ক্ষেত্রে ১১ ডলার (১১৫৭.১৭ টাকা)।

এদিকে, টুইটারে অ্যাকাউন্ট থাকা বিভিন্ন সংগঠন নিজেদের নামের পাশে এর চেয়েও গুরুত্বপূর্ণ টিক চিহ্ন যোগ করতে পারবে। ইতোমধ্যে ‘ধূসর’ রঙের এ টিক চিহ্নের আবেদন নিতে শুরু করেছে টুইটার।

সরকারি কর্মকর্তা ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও ভেরিফাই করে এটি। স্বাভাবিকভাবেই এর প্রক্রিয়া তুলনামূলক কঠোর। এটি পেতে আবেদনকারীকে হয় নিজেদের সরকারি পরিচয়পত্র অথবা প্রাসঙ্গিক কোনো ইমেইল ঠিকানা দিয়ে নিজেদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে বর্ণনা দিতে হয়। ইতোমধ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সোনালি’ রঙের টিক চিহ্নের জন্য আবেদন করতে পারছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ‘ব্লু’ পরিষেবার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এটি বিশ্বব্যাপী চালু করা গুরুত্বপূর্ণ বলে। টুইটারের আর্থিক আয়ের অর্ধেকই বিভিন্ন গ্রাহক সেবা থেকে পেতে চান কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন