চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ আরও ১১ দেশে

 আইটি ডেস্ক 
২৭ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে চালু হলেও নতুন আরও ১১ দেশে চালু হয়েছে চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ। নতুন ১১ দেশ হলো-আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জ্যামাইকা, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে। ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগ্গির চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন