প্রযুক্তির এইদিনে

  
০১ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ইতিহাসের এ দিনে প্রযুক্তিতে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

* ১৮৬৯ সালে আজকের এ দিনে ইলেক্ট্রোগ্রাফিক ভোট রেকর্ডারের জন্য একটি পেটেন্ট তৈরি করেছিলেন টমাস আল্ভা এডিসন। তাৎক্ষণিক এবং সঠিকভাবে ভোট রেকর্ড করতে সাহায্য করার জন্য তিনি এ মেশিনটি আবিষ্কার করেন। এডিসনের সিস্টেমে মেশিনটি একটি সাধারণ সুইচ এবং বৈদ্যুতিক প্রবাহের সাহায্যে ব্যালট রেকর্ড করার জন্য ডিজাইন করা হয়েছিল।

* ১৯৮০ সালের পহেলা জুন সিএনএন স্যাটালাইট টেলিভিশনের প্রথম সম্প্রচার শুরু।

* ১৯৮১ সালের এ দিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

* ১৯০৭ সালের আজকের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন জেট ইঞ্জিনের উদ্ভাবক ফ্রাঙ্ক হুইটল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন