অ্যাপলের এআর হেডসেট ‘ভিশন প্রো’
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের প্রথম অগমেন্টেন্ড রিয়ালিটি হেডসেট উন্মোচন করেছে। সোমবার অ্যাপ নির্মাতাদের জন্য বার্ষিক আয়োজন ডব্লিউডব্লিউডিসিতে ‘ভিশন প্রো’ নামে এ হেডসেটটির ঘোষণা দেওয়া হয়। উন্মোচিত হেডসেটটি দেড় দশকের বেশি আগে আইফোন প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ বাজি’ হিসাবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে কোম্পানি এমন এক বাজারে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে ‘কোয়েস্ট’ সিরিজের হেডসেটের সহায়তায় আধিপত্য করছে সামাজিক জায়ান্ট মেটা। ওই ইভেন্টে বেশ কয়েকটি নতুন পণ্য ও ফিচার উন্মোচন করেছে অ্যাপল। এর মধ্যে রয়েছে ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার, ‘এম২ আলট্রা’ নামের ক্ষমতাধর চিপ, ‘আইওএস’ সফটওয়্যারে আপডেট ও বহুল প্রতীক্ষিত বিরক্তিকর ‘অটোকারেক্ট বন্ধ করার’ সুবিধা।
ভিশন প্রো হেডসেটের দাম শুরু তিন হাজার ৪৯৯ ডলার থেকে। এর দাম মেটার মিক্সড ও ভার্চুয়াল রিয়ালিটি শ্রেণির সবচেয়ে দামি হেডসেটের তিন গুণেরও বেশি।
অ্যাপলের সিইও টিম কুক বলেন, নতুন এই হেডসেট ‘সহজেই বাস্তব জগত ও ভার্চুয়াল জগতের মিশ্রণ ঘটায়’। অ্যাপল বলেছে, হেডসেটটি চালু হলে বিশাল সংখ্যক আইপ্যাড ও আইফোন অ্যাপে এটি ব্যবহারের সুবিধা মিলবে। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের চোখ ও হাত ব্যবহার করেই ‘অ্যাডোবি লাইটরুম’ চালাতে ও বিভিন্ন ছবি এডিটের সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ‘ইউনিটি’ নামে পরিচিত প্ল্যাটফর্মের বেশ কিছু জনপ্রিয় অ্যাপ ও গেমে বিভিন্ন ‘ভিশনওএস’ ফিচারের প্রবেশাধিকার মিলবে। এর উদাহরণ হিসাবে ধরা যায়, প্রযুক্তি কোম্পানি ‘সিসকো’র জুম ও ওয়েবেক্স’সহ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও টিমের মতো অ্যাপগুলো।
অ্যাপলের এআর হেডসেট ‘ভিশন প্রো’
আইটি ডেস্ক
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের প্রথম অগমেন্টেন্ড রিয়ালিটি হেডসেট উন্মোচন করেছে। সোমবার অ্যাপ নির্মাতাদের জন্য বার্ষিক আয়োজন ডব্লিউডব্লিউডিসিতে ‘ভিশন প্রো’ নামে এ হেডসেটটির ঘোষণা দেওয়া হয়। উন্মোচিত হেডসেটটি দেড় দশকের বেশি আগে আইফোন প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ বাজি’ হিসাবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে কোম্পানি এমন এক বাজারে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে ‘কোয়েস্ট’ সিরিজের হেডসেটের সহায়তায় আধিপত্য করছে সামাজিক জায়ান্ট মেটা। ওই ইভেন্টে বেশ কয়েকটি নতুন পণ্য ও ফিচার উন্মোচন করেছে অ্যাপল। এর মধ্যে রয়েছে ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার, ‘এম২ আলট্রা’ নামের ক্ষমতাধর চিপ, ‘আইওএস’ সফটওয়্যারে আপডেট ও বহুল প্রতীক্ষিত বিরক্তিকর ‘অটোকারেক্ট বন্ধ করার’ সুবিধা।
ভিশন প্রো হেডসেটের দাম শুরু তিন হাজার ৪৯৯ ডলার থেকে। এর দাম মেটার মিক্সড ও ভার্চুয়াল রিয়ালিটি শ্রেণির সবচেয়ে দামি হেডসেটের তিন গুণেরও বেশি।
অ্যাপলের সিইও টিম কুক বলেন, নতুন এই হেডসেট ‘সহজেই বাস্তব জগত ও ভার্চুয়াল জগতের মিশ্রণ ঘটায়’। অ্যাপল বলেছে, হেডসেটটি চালু হলে বিশাল সংখ্যক আইপ্যাড ও আইফোন অ্যাপে এটি ব্যবহারের সুবিধা মিলবে। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের চোখ ও হাত ব্যবহার করেই ‘অ্যাডোবি লাইটরুম’ চালাতে ও বিভিন্ন ছবি এডিটের সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ‘ইউনিটি’ নামে পরিচিত প্ল্যাটফর্মের বেশ কিছু জনপ্রিয় অ্যাপ ও গেমে বিভিন্ন ‘ভিশনওএস’ ফিচারের প্রবেশাধিকার মিলবে। এর উদাহরণ হিসাবে ধরা যায়, প্রযুক্তি কোম্পানি ‘সিসকো’র জুম ও ওয়েবেক্স’সহ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও টিমের মতো অ্যাপগুলো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023