‘নিরপেক্ষতার প্রতীক যুগান্তর’

বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
 যুগান্তর ডেস্ক 
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

যুগান্তর প্রতিষ্ঠার শুরু থেকেই অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেনি। সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। নিরপেক্ষতার প্রতীক যুগান্তর অনুসন্ধানী সংবাদের মাধ্যমে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করছে। অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় যুগান্তর পাঠকের হৃদয় জয় করেছে। যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘অগ্রযাত্রায় অবিচল’ এই স্লোগানে ২২ বছরে পদার্পণ উপলক্ষ্যে কর্মসূচিতে যুগান্তর স্বজন সমাবেশের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার জীবন এবং কর্মের ওপর আলোচনা করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান-

সিংড়া (নাটোর) : প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইউএনও এমএম সামিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী হাসান ইমাম, আব্দুর রশিদ প্রমুখ।

মদন (নেত্রকোনা) : যুগান্তরের মদন প্রতিনিধি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ইউএনও বুলবুল আহমেদ, ওসি মাসুদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ, প্রেস ক্লাব সভাপতি আল মাহবোব আলম, প্রেসক্লাব সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরী, সাংবাদিক পরিতোষ দাস, শামছুল আলম, আল আমীন তালুকদার, ফয়েজ আহমেদ হৃদয়, আব্দুল আওয়াল পলাশ, আরমান জাহান চৌধুরী।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : সুধী সমাবেশে সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি কামরুল হাসান। বক্তব্য দেন, উপজেলাচেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা প্রকৌশলী মিজানুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, ইউআরসি কর্মকর্তা কবিরুল ইসলাম, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, ভার্কের সমন্বয়কারী মোহসীন তালুকদার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হিরণ ও আইয়ুব খান প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : যুগান্তর প্রতিনিধি এইচএম ফারুক হোসাইন সভাপতিত্বে ও এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। এসময় বক্তাব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ওসি মো. হুমায়ুন কবির, পিআইও মো. শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর এলাহি, প্রেস ক্লাব সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক আহসানুল ছগির প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে ইউএনও নূর-এ আলম, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জয়নাল আবেদীন কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ওসি রসুল আহমদ নিজামী, রেলওয়ে থানার ওসি সাকিউল আযম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা কামাল বাশার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ কবীর, পেশাজীবি লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান ভূঁইয়া, কৃষক লীগের সিনিয়র সহসভাপতি জামাল ভূঁইয়া, সাংবাদিক সাদ্দাম হোসেইন, শাহীন আলম জয়।

দুমকি (পটুয়াখালী) : যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলামের আয়োজনে অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদিদ। সভায় দুমকি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলাদার, সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মৃধা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, সমাজসেবক মো. তারিকুল ইসলাম, অধ্যক্ষ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

বারহাট্টা (নেত্রকোনা) : র‌্যালি শেষে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগান্তর প্রতিনিধি মো. মাসুদুর রহমান খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। বক্তব্য রাখেন ওসি মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মো. আব্দুল কাদের, আ.লীগের সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কবি মনোয়ার সুলতান প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুশলা ইউপির চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল। স্বজন সমাবেশের সভাপতি কবি মিন্টু রায়ের সভাপতিত্বে সভায় বান্ধাবাড়ি ইউপি চেয়ারম্যান মহব্বত আলী গোলদার, রামশীল ইউপি চেয়ারম্যান খোকন বালা, কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, প্রেস ক্লাব কোটালীপাড়া সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, কাজী পলাশ, সুশান্ত বর্ণিক, আবুল কালাম মৃধা, যুগান্তর প্রতিনিধি এইচএম মেহেদী হাসানাত।

আগৈলঝাড়া (বরিশাল) : প্রেস ক্লাব সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন, ইউএনও মো. আবুল হাশেম, উপজেলা আ.লীগ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মো. আলামিন। প্রেস ক্লাব সম্পাদক তপন বসুর সঞ্চালয়নায় আরো বক্তব্য রাখেন, যুগান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর আলী সানী।

কাউখালী (পিরোজপুর) : প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ। বক্তব্য নে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাংবাদিক শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, মো. জিয়াদুল হক, বিকাশ হালাদর, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : র‌্যালিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, ইউএনও আকতারুন নেছা, যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভুইয়া রতন, স্বজন উপদেষ্টা সারোয়ার হোসেন শাহীন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক উৎপল চন্দ্র সরকার, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রফিকুল হায়দার টিটু, সাংগঠনিক সম্পপাদক মাইনুল হক মেনু, স্বজন উপদেষ্টা শফিকুল ইসলাম মোগল, স্বজন সমাবেশের সহ-সভাপতি আব্দুল মান্নান স্বপন, সাধারণ সম্পাদক মাসুম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. আবু নাঈম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা সভাপতি বিদ্যুত কুমার আচার্য্য, স্বজনের তথ্য ও যোগাযোগ সম্পাদক আতিকুর রহমান কাযিন, স্বজন মো. শফিকুল ইসলাম, নাহিদা আলম প্রমী, নাছরিন আক্তার, হাসি আক্তার শিমু, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার জুঁই, সামিয়া আক্তার, সিদ্দিকা আলম, রিমা আক্তার, মাহমুদা আক্তার প্রমুখ।

চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর : দর্শনা প্রেস ক্লাবে যুগান্তর জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দামুড়হুদা প্রতিনিধি ইকরামুল হক পিপুল ও জীবননগর প্রতিনিধি মাহাতাব মানিকের পরিচানলায় আলোচনা সভা হয়েছে। এতে দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওসি মো. মাহাব্বুর রহমান কাজল। উপস্থিত ছিলেন দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারাণ সম্পাদক এসএম ওসমান, নজরুল ইসলাম, হানিফ মন্ডল, কামরুজ্জামান যুদ্ধ, জাহিদুল ইসলাম, মাহম্মদুল হাসান রনি, আহসান মামুন, মেহেদী হাসান, ওয়াসিম রয়েল, এস.সি.ডি বাঁধন, ইমতিয়াজ রয়েল, আব্দুল হান্নান।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন