সত্য প্রকাশে আপসহীন যুগান্তর

বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
 যুগান্তর ডেস্ক 
২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

অন্যায়, অনিয়ম-দুর্নীতি ও সত্যের সঙ্গে আপস না করায় গণমানুষের প্রিয় পত্রিকা যুগান্তর। ধনী-গরিব, জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে থাকে যুগান্তর। বস্তুনিষ্ঠতা, সাহসিকতা ও ন্যায়ের পক্ষে থাকায় যুগান্তর তার শীর্ষস্থান ধরে রেখেছে। যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘অগ্রযাত্রায় অবিচল’ এই স্লোগানে ২২ বছরে পদার্পণ উপলক্ষ্যে কর্মসূচিতে যুগান্তর স্বজন সমাবেশের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান-

রাঙ্গাবালী (পটুয়াখালী) : সুধী সমাবেশে সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি কামরুল হাসান। বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা প্রকৌশলী মিজানুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, ইউআরসি কর্মকর্তা কবিরুল ইসলাম, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, ভার্কের সমন্বয়কারী মোহসীন তালুকদার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হিরণ ও আইয়ুব খান প্রমুখ।

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) : যুগান্তরের দশমিনা প্রতিনিধি এইচএম ফোরকানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস, এসিল্যান্ড আবদুল কাইয়ূম, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, ওসি মো. জসিম, প্রেস ক্লাব সভাপতি রিপন কর্মকার ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহম্মেদ প্রমুখ। যুগান্তরের দশমিনা দক্ষিণ প্রতিনিধি মো. মামুন তানভীর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মীরসরাই ( চট্টগ্রাম) : যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মিনহাজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, শেষ বিদায়ের বন্ধুর সভাপতি নুরুল আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি নয়ন কান্তি ধূম। বক্তব্য দেন সাংবাদিক রাজিব মজুমদার, রণজিত ধর, কামরুল ইসলাম, কামরুল হাসান, আব্দুল মান্নান রানা, সানোয়ার ইসলাম রনি।

বাউফল (পটুয়াখালী) : প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি আরেফিন সহিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক অতুল চন্দ পাল, জিতেন্দ্র নাথ রায়, মঞ্জুর মোরশেদ, মিজানুর রহমান।

রায়পুর (লক্ষ্মীপুর) : সভায় সভাপতিত্ব করেন, যুগান্তর প্রতিনিধি তাবারক হোসেন আজাদ। পরিচালনা করেন, সাংবাদিক মো. মোস্তফা কামাল। বক্তব্য দেন, ওসি আবদুল জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, আ.লীগের সমর্থীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অব.) মনির আহাম্মদ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক আইনুল কবির মনির, সাংবাদিক হারুনুর রশিদ, কামাল উদ্দিন। এদিকে মেঘনার পাড়ে এতিম শিশুদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন করেছে যুগান্তর স্বজন সমাবেশ। এসময় বক্তব্য দেন, হায়দরগঞ্জ বন্ধন একাডেমির অধ্যক্ষ আল আমিন, মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল জসিম উদ্দিন ও খাসেরহাট এতিমখানার পরিচালক মো. আবুল বাশার প্রমুখ। এরপর এতিমখানায় আশ্রিত প্রত্যেক শিশুকে যুগান্তরের পক্ষ থেকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : যুগান্তর প্রতিনিধি শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যা। বিশেষ অতিথি ছিলেন ইউএনও তানভীর আল নাসীফ। উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য, কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, ডা. মাসুম বিল্লাহ, ভেটেরিনারি সার্জন ফারুক হোসেন, শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া, প্রকৌশলী গিয়াসউদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হিরক।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : কেক কাটেন স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম। এসময় স্বজনদের মাঝে মাস্ক বিতরণ ও ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক জিল্লুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি রফিক আহামেদ মিঠু। প্রধান অতিথির বক্তব্য দেন স্বজন উপদেষ্টা মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এম.আর মতিন, সাংবাদিক কবীর উদ্দিন সরকার হারুন, মো. নুরুল ইসলাম খান, আব্দুল হালিম। সংগীত পরিচালনা করেন স্বজন আকবর আলী চিশতী, দৃষ্টি প্রতিবন্ধী সুজন, খোরশেদ আলম টিটু, প্রীতি ও আখি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক কবি মো. উসমান গণি।

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) : সভায় মির্জাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন মির্জাগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সাদ্দাম। বক্তব্য রাখেন ইউএনও মো. সরোয়ার হোসেন, আ.লীগ সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আজাদ, ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম, পটুয়াখালী প্রেস ক্লাব সভাপতি স্বপন ব্যানার্জি, সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : স্বজন সমাবেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি ছিলেন ইউএনও জাকির হোসেন, পৌর মেয়র আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভিন, ওসি আব্দুল কাদের মিয়া। বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাইফুর ইসলাম তালুকদার, আব্দুল হাদী, ফারুক আহাম্মেদ জুয়েল, প্রেস ক্লাব সভাপতি আইস মজুমদার প্রমুখ।

চান্দিনা (কুমিল্লা) : সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনও বিভীষণ কান্তি দাশ, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া। যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে ও প্রভাষক মাসুমুর রহমান মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূঁইয়া, পৌর কাউন্সিলর মো. আবদুর রব, আকতার আহমেদ নাদিম, সাংবাদিক মামুনুর রশিদ সরকার, রণবীর ঘোষ কিংকর। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কাউন্সিলর মো. আবু কাউছার, মো. নাজমুল হাসান রুমেল, মো. কামাল হোসেন, কাজী তোফায়েল আহমেদ জনি।

কুমারখালী (কুষ্টিয়া) : র‌্যালি শেষে সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি কেএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু, সাংবাদিক কেএইচ তুহিন আহমেদ, কাঙাল হরিনাথ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিপু খন্দকার, সাংবাদিক সোহাগ মাহমুদ, গোলাম সরোয়ার।

দুর্গাপুর (নেত্রকোনা) : যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, প্রেস ক্লাব আহ্বায়ক সাহাদাত হোসেন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি মাহমুদা শারমিন নেলী। বক্তব্য দেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, প্রেস ক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, মি. মাইকেল প্রদীপ বাউল, নির্মলেন্দু সরকার বাবুল, স্বজন সমাবেশের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক মো. জামাল তালুকদার, এইচএম সাইদুল ইসলাম, সুমন রায়, বিজন কৃষ্ণ রায়, ওয়ালী হাসান তালুকদার, রাজেশ গৌড়, দিলোয়ার হোসেন, কেএস বাবু, পলাশ সাহা, শান্ত তালুকদার, মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া প্রমুখ। সভা শেষে, ডা. কামরুল ইসলামের সঞ্চালনায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন দোয়া করা হয়।

কালকিনি (মাদারীপুর) : সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এইচএম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওসি মো. নাছিরউদ্দিন মৃধা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জাফরুল হাসান, সম্পাদক মো. নাসিরউদ্দিন ফকির লিটন। এছাড়া উপস্থিত ছিলেন পন্নু হাওলাদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি হারুন অর রশিদ, মো. সান্টু তালুকদার, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক মো. আশরাফুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ শামীম, কালকিনি প্রেস ক্লাবের সাবেক সম্পাদক বাহাউদ্দিন শাহিদ, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ডলি আক্তার, সিনিয়র সদস্য আক্তার হোসেন ও পত্রিকা ব্যবসায়ী মো. ফয়জুল্লাহ প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন