‘উন্নয়ন অগ্রযাত্রায় অবিচল যুগান্তর’

 যুগান্তর ডেস্ক 
২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রতিষ্ঠার পর থেকেই সাহসের সঙ্গে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যুগান্তর। অন্যায়ের সঙ্গে আপস না করায় গণমানুষের প্রিয় পত্রিকা যুগান্তর। ধনী-গরিব, জাতি-ধর্ম নির্বিশেষে গণমানুষের কথা বলে যুগান্তর। বস্তুনিষ্ঠতা, সাহসিকতা ও ন্যায়ের পক্ষে থাকায় যুগান্তর তার শীর্ষস্থান ধরে রেখেছে। যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘অগ্রযাত্রায় অবিচল’ এই স্লোগানে ২২ বছরে পদার্পণ উপলক্ষ্যে কর্মসূচিতে যুগান্তর স্বজন সমাবেশের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

যশোর ব্যুরো : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই পাঠকের মন জয় করেছে। যুগান্তর মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যুগান্তরের অভিযাত্রা অবিচল থাকুক। স্বজন সমাবেশ জেলা শাখার সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর বাবু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনীর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মনজু। স্বাগত বক্তব্য দেন যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সঞ্চালনা করেন স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা কমিটির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

মাধবপুর (হবিগঞ্জ) : যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লষ্করের সভাপতিত্বে ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন ওসি মো. ইকবাল হোসেন, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক আহ্বায়ক মো. আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মো. অলিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জামাল মো. আবু নাছের, সানাউল হক চৌধুরী শামীম, শংকর পাল চৌধুরী, রাজীব দেব রায় রাজু, আবুল হোসেন সবুজ, হামিদুর রহমান, তোফাজ্জল হোসেন চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু।

ইন্দুরকানী (পিরোজপুর) : যুগান্তর প্রতিনিধি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে ও এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ওসি মো. হুমায়ুন কবির, পিআইও মো. শফিকুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর এলাহি, প্রেস ক্লাব সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক আহসানুল ছগির প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. এরশাদ উদ্দিন। স্বজন সমাবেশের সিনিয়র সহসভাপতি ডা. মো. ফখর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় ওসি মো. মাসুদ খান বিশেষ অতিথি ছিলেন। স্বজন সমাবেশের সম্পাদক মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, লেখক কলামিস্ট মো. সাইদুর রহমান, মো. আবুল হাসেম, নেকবর আলী মাস্টার, এহতেশামউল হক শাহীন, ডা. মো. শাজাহান ফকির, মো. রফিকুল ইসলাম মোড়ল, আবু হানিফ সরকার।

কলমাকান্দা (নেত্রকোনা) : স্বজন সমাবেশের সম্পাদক ডা. অলক কুমার সিংহের পরিচালনায় ও সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. সোহেল রানা, উপজেলা আ.লীগের সভাপতি চন্দন বিশ্বাস, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, ওসি এটিএম মাহমুদুল হক, উপজেলা যুবলীগের সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, স্বজন সমাবেশের উপদেষ্টা ও কলমাকান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস প্রমুখ।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন