ফুলবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের
বিজিবির টহল জোরদার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এ নিয়ে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালিশাকোটাল সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ।
জানা যায়, ভারতীয় কুর্শারহাট-দিনহাটা সড়কের আন্তর্জাতিক পিলার ৯৩৪ থেকে ৯৩৪/১১ এস পিলার পর্যন্ত জিরো লাইনে প্রায় ১ কিলোমিটার সড়ক ৭৫ বছর আগে নির্মাণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় তারা সড়কটি মেরামত করে।
পরে সীমান্ত সড়কটির দু’ধারে কাঁটাতার পেঁচানো অবস্থায় ফেলে রাখে বিএসএফ। এ নিয়ে বারবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকও করে। কিন্তু মঙ্গলবার আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ ৯৩৪ আন্তর্জাতিক পিলারের ৪ এস হতে ৫ এস পিলার পর্যন্ত শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে।
সীমান্তবাসী মাজম, রাজু মিয়াসহ অনেকেই জানিয়েছেন, হঠাৎ মঙ্গলবার বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করে।
বিওপির হাবিলদার মোহাম্মদ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে টহল অব্যাহত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফুলবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের
বিজিবির টহল জোরদার
ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এ নিয়ে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালিশাকোটাল সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ।
জানা যায়, ভারতীয় কুর্শারহাট-দিনহাটা সড়কের আন্তর্জাতিক পিলার ৯৩৪ থেকে ৯৩৪/১১ এস পিলার পর্যন্ত জিরো লাইনে প্রায় ১ কিলোমিটার সড়ক ৭৫ বছর আগে নির্মাণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় তারা সড়কটি মেরামত করে।
পরে সীমান্ত সড়কটির দু’ধারে কাঁটাতার পেঁচানো অবস্থায় ফেলে রাখে বিএসএফ। এ নিয়ে বারবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকও করে। কিন্তু মঙ্গলবার আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ ৯৩৪ আন্তর্জাতিক পিলারের ৪ এস হতে ৫ এস পিলার পর্যন্ত শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে।
সীমান্তবাসী মাজম, রাজু মিয়াসহ অনেকেই জানিয়েছেন, হঠাৎ মঙ্গলবার বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করে।
বিওপির হাবিলদার মোহাম্মদ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে টহল অব্যাহত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।