হোলসেল ক্লাবের সঙ্গে নগদের চুক্তি সই

দেশের সর্ববৃহৎ একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সার্ভিস নগদ। এ চুক্তির ফলে হোলসেল ক্লাবের ক্রেতারা নগদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
হোলসেল ক্লাবে রয়েছে দেশি-বিদেশি পণ্যের সমারোহ। বিশ্ব মানসম্পন্ন খাবার সামগ্রী, কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী, ক্রোকারিজসহ অন্যান্য হোমওয়্যার।
মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। হোলসেল ক্লাবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সারিয়াত তাসরীন সোনিয়া এবং নগদ-এর পক্ষে চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান।
চুক্তি স্বাক্ষর শেষে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সারিয়াত তাসরীন সোনিয়া বলেন, হোলসেল ক্লাবের গ্রাহকসেবা বৃদ্ধি করতে নগদের মার্চেন্ট সেবা চালু করা হয়েছে। এখন থেকে হোলসেল ক্লাবের ক্রেতারা পণ্যের মূল্য সহজেই নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এসএম আবদুল ওয়াদুদ, হোলসেল ক্লাবের মার্কেটিং ম্যানেজার মো. আবদুল মতিন তারেক, বিজনেস ডেভেলপমেন্টের আনিকা হোসেন, আবিদ মাহবুব, নগদ-এর পক্ষে ছিলেন সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, ফয়সাল মাহমুদ, সাইফ রেজা খান প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হোলসেল ক্লাবের সঙ্গে নগদের চুক্তি সই

দেশের সর্ববৃহৎ একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সার্ভিস নগদ। এ চুক্তির ফলে হোলসেল ক্লাবের ক্রেতারা নগদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
হোলসেল ক্লাবে রয়েছে দেশি-বিদেশি পণ্যের সমারোহ। বিশ্ব মানসম্পন্ন খাবার সামগ্রী, কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী, ক্রোকারিজসহ অন্যান্য হোমওয়্যার।
মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। হোলসেল ক্লাবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সারিয়াত তাসরীন সোনিয়া এবং নগদ-এর পক্ষে চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান।
চুক্তি স্বাক্ষর শেষে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সারিয়াত তাসরীন সোনিয়া বলেন, হোলসেল ক্লাবের গ্রাহকসেবা বৃদ্ধি করতে নগদের মার্চেন্ট সেবা চালু করা হয়েছে। এখন থেকে হোলসেল ক্লাবের ক্রেতারা পণ্যের মূল্য সহজেই নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক এসএম আবদুল ওয়াদুদ, হোলসেল ক্লাবের মার্কেটিং ম্যানেজার মো. আবদুল মতিন তারেক, বিজনেস ডেভেলপমেন্টের আনিকা হোসেন, আবিদ মাহবুব, নগদ-এর পক্ষে ছিলেন সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, ফয়সাল মাহমুদ, সাইফ রেজা খান প্রমুখ।