মা-ছেলেসহ সড়কে নিহত নয়
টাঙ্গাইলে দু’বন্ধুর প্রাণহানি
যুগান্তর ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের কালীগঞ্জে মা-ছেলে, টাঙ্গাইলের মধুপুরে দুই বন্ধু, রাজধানী ও সিলেটের জকিগঞ্জে ২ যুবক, পটুয়াখালীর গলাচিপা ও মাদারীপুরের শিবচরে ১ জন করে এবং পাবনার সুজানগরে শিশু নিহত হয়েছে।
বরিশালের আগৈলঝাড়ায় আহত হয়েছেন ৭ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
লালমনিরহাট : লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জের চৌধুরী মোড়ে বাসচাপায় নিহত হয়েছেন মা-ছেলে।
নিহতরা হলেন, উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী গ্রামের ইজিবাইক চালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম সাজু। তারা বৃহস্পতিবার সকালে ইজিবাইকে চড়ে হাসপাতালে নবজাতককে দেখতে যাচ্ছিলেন।
মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে মধুপুরের কাকরাইদ বাজারে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে শিমুল নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে বুধবার সন্ধ্যায় নিহত হন অমিত হাসান (১৯) নামের এক যুবক। শিমুল গোবুদিয়া গ্রামের শামসুল হকের ছেলে। শিমুল ও অমিত বন্ধু।
রাজধানী : গুলশানের নর্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হৃদয় হোসেনের (১৮) বাড়ি নারায়ণগঞ্জে। সে উত্তর মুগদার বেকারি গলিতে পরিবারের সঙ্গে থেকে লেগুনার হেলপার হিসেবে কাজ করত।
হৃদয় নর্দা এলাকায় বৃহস্পতিবার ভোরে লেগুনার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।
গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপা-বোয়ালিয়া সড়কের উত্তর বোয়ালিয়া গ্রামে ট্রলির ধাক্কায় নিহত ব্যক্তির নাম আবদুল সিকদার (৬৫)। তিনি সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে ট্রলিটি তাকে ধাক্কা দেয়।
সুজানগর (পাবনা) : সুজানগর পৌর শহরের মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার কাছে ভ্যানচাপায় নিহত আবদুল্লাহ হেল সাফী (৫) পৌরসভার ২নং ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাকী বিল্লাহর ছেলে।
ভবানীপুর-হাসপাতালপাড়া সড়কে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তার মায়ের সঙ্গে পাবনা যাচ্ছিল।
শিবচর (মাদারীপুর) : শিবচরে বাসচাপায় নিহত আল আমীন (৩৯) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গাবতলা এলাকার সুরুজ উদ্দিন দরানীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জকিগঞ্জ (সিলেট) : সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত রায়হান আহমেদ (২১) বারহাল ইউনিয়নের নিজগ্রামের ফজই মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় টেম্পো উল্টে ৭ জন আহত হয়েছে। উপজেলার গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার কুয়াতিপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টাঙ্গাইলে দু’বন্ধুর প্রাণহানি
মা-ছেলেসহ সড়কে নিহত নয়
লালমনিরহাটের কালীগঞ্জে মা-ছেলে, টাঙ্গাইলের মধুপুরে দুই বন্ধু, রাজধানী ও সিলেটের জকিগঞ্জে ২ যুবক, পটুয়াখালীর গলাচিপা ও মাদারীপুরের শিবচরে ১ জন করে এবং পাবনার সুজানগরে শিশু নিহত হয়েছে।
বরিশালের আগৈলঝাড়ায় আহত হয়েছেন ৭ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
লালমনিরহাট : লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জের চৌধুরী মোড়ে বাসচাপায় নিহত হয়েছেন মা-ছেলে।
নিহতরা হলেন, উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী গ্রামের ইজিবাইক চালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম সাজু। তারা বৃহস্পতিবার সকালে ইজিবাইকে চড়ে হাসপাতালে নবজাতককে দেখতে যাচ্ছিলেন।
মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে মধুপুরের কাকরাইদ বাজারে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে শিমুল নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে বুধবার সন্ধ্যায় নিহত হন অমিত হাসান (১৯) নামের এক যুবক। শিমুল গোবুদিয়া গ্রামের শামসুল হকের ছেলে। শিমুল ও অমিত বন্ধু।
রাজধানী : গুলশানের নর্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হৃদয় হোসেনের (১৮) বাড়ি নারায়ণগঞ্জে। সে উত্তর মুগদার বেকারি গলিতে পরিবারের সঙ্গে থেকে লেগুনার হেলপার হিসেবে কাজ করত।
হৃদয় নর্দা এলাকায় বৃহস্পতিবার ভোরে লেগুনার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।
গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপা-বোয়ালিয়া সড়কের উত্তর বোয়ালিয়া গ্রামে ট্রলির ধাক্কায় নিহত ব্যক্তির নাম আবদুল সিকদার (৬৫)। তিনি সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে ট্রলিটি তাকে ধাক্কা দেয়।
সুজানগর (পাবনা) : সুজানগর পৌর শহরের মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার কাছে ভ্যানচাপায় নিহত আবদুল্লাহ হেল সাফী (৫) পৌরসভার ২নং ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাকী বিল্লাহর ছেলে।
ভবানীপুর-হাসপাতালপাড়া সড়কে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তার মায়ের সঙ্গে পাবনা যাচ্ছিল।
শিবচর (মাদারীপুর) : শিবচরে বাসচাপায় নিহত আল আমীন (৩৯) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গাবতলা এলাকার সুরুজ উদ্দিন দরানীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জকিগঞ্জ (সিলেট) : সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত রায়হান আহমেদ (২১) বারহাল ইউনিয়নের নিজগ্রামের ফজই মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় টেম্পো উল্টে ৭ জন আহত হয়েছে। উপজেলার গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার কুয়াতিপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।