দেশে করোনায় মৃত্যু ২০ শনাক্ত ২২৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২২৭৩ জন। এতে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৮ হাজার ৭১১। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৪৪। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সবমিলে সুস্থ হলেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৬ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৭ জন পুরুষ আর নারী ৩ জন। তাদের সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।
মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ২১ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম ও ৩ জন বরিশাল বিভাগের, ২ জন খুলনা বিভাগের এবং ১ জন রাজশাহী ও ১ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেশে করোনায় মৃত্যু ২০ শনাক্ত ২২৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২২৭৩ জন। এতে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৮ হাজার ৭১১। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৪৪। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সবমিলে সুস্থ হলেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৬ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৭ জন পুরুষ আর নারী ৩ জন। তাদের সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।
মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ২১ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম ও ৩ জন বরিশাল বিভাগের, ২ জন খুলনা বিভাগের এবং ১ জন রাজশাহী ও ১ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।