পাকিস্তানে নির্যাতিত সিন্ধিরা যুক্তরাষ্ট্রে লং মার্চ করবে
যুগান্তর ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের সিন্ধু প্রদেশে সংখ্যালঘু সিন্ধি সম্প্রদায়ের ওপরে অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সিন্ধি জনগোষ্ঠী লং মার্চ করবে। যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে তারা ২২ দিন ধরে ৩৫০ মাইল লং মার্চ করার পরিকল্পনা করেছে। খবর এএনআইয়ের।
সিন্ধি সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, পাকিস্তান কর্তৃপক্ষ সিন্ধু প্রদেশে সিন্ধি সম্প্রদায়ের ওপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। তাদের মৌলিক অধিকারসহ মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা সোচ্চার হবেন।
নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ‘লং ওয়াক’ নামে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিনভিত্তিক সিন্ধি ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতনতা করতে লং মার্চ ভূমিকা রাখবে।
‘লং ওয়াক ফর ফ্রিডম, ন্যাচার অ্যান্ড লাভ’ শিরোনামে লং মার্চটি যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্য- মেরিল্যান্ড, ডেলওয়ার, পেনসিলভানিয়া, নিউজার্সি ও নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
লং মার্চে স্থানীয় কমিউনিটির নেতারা, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সিন্ধি সম্প্রদায়ের লোকজন সাক্ষাৎ করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও মানবাধিকার লঙ্ঘন রোধে তারা স্থানীয়দের সমর্থন পাবে বলে প্রত্যাশা করছেন।
কারণ জলবায়ু পরিবর্তনে সিন্ধু প্রদেশে খাবার পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। খাবার পানি সংগ্রহ করতে গিয়ে কয়েক দশক ধরে সিন্ধি নারীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে নির্বাসিত মুনেশ্বর লাংগ্রি বলেন, স্থানীয়দের সমর্থন আদায়ে আমি দিনে ১৫-২০ মাইল হাঁটছি।
দুই দশক ধরে ওয়াশিংটন ডিসিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা মুনেশ্বর বলেন, পাকিস্তান সরকারের বিরুদ্ধে এভাবে লড়াই চালিয়ে যাব এবং সিন্ধি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করব।
সিন্ধি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনেশ্বর আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানে নির্যাতিত সিন্ধিরা যুক্তরাষ্ট্রে লং মার্চ করবে
পাকিস্তানের সিন্ধু প্রদেশে সংখ্যালঘু সিন্ধি সম্প্রদায়ের ওপরে অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সিন্ধি জনগোষ্ঠী লং মার্চ করবে। যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে তারা ২২ দিন ধরে ৩৫০ মাইল লং মার্চ করার পরিকল্পনা করেছে। খবর এএনআইয়ের।
সিন্ধি সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, পাকিস্তান কর্তৃপক্ষ সিন্ধু প্রদেশে সিন্ধি সম্প্রদায়ের ওপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। তাদের মৌলিক অধিকারসহ মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা সোচ্চার হবেন।
নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ‘লং ওয়াক’ নামে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিনভিত্তিক সিন্ধি ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতনতা করতে লং মার্চ ভূমিকা রাখবে।
‘লং ওয়াক ফর ফ্রিডম, ন্যাচার অ্যান্ড লাভ’ শিরোনামে লং মার্চটি যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্য- মেরিল্যান্ড, ডেলওয়ার, পেনসিলভানিয়া, নিউজার্সি ও নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
লং মার্চে স্থানীয় কমিউনিটির নেতারা, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সিন্ধি সম্প্রদায়ের লোকজন সাক্ষাৎ করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও মানবাধিকার লঙ্ঘন রোধে তারা স্থানীয়দের সমর্থন পাবে বলে প্রত্যাশা করছেন।
কারণ জলবায়ু পরিবর্তনে সিন্ধু প্রদেশে খাবার পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। খাবার পানি সংগ্রহ করতে গিয়ে কয়েক দশক ধরে সিন্ধি নারীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে নির্বাসিত মুনেশ্বর লাংগ্রি বলেন, স্থানীয়দের সমর্থন আদায়ে আমি দিনে ১৫-২০ মাইল হাঁটছি।
দুই দশক ধরে ওয়াশিংটন ডিসিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা মুনেশ্বর বলেন, পাকিস্তান সরকারের বিরুদ্ধে এভাবে লড়াই চালিয়ে যাব এবং সিন্ধি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করব।
সিন্ধি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনেশ্বর আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।