করোনার টিকা সবাই পাবেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা
যুগান্তর ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যারা টিকা গ্রহণে ইচ্ছুক তাদের সবাই টিকা পাবেন বলে আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটির সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও এই আশ্বাস দেন।
তিনি বলেন, ‘সারাবিশ্বের মানুষ যেন করোনাভাইরাসের টিকা পায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। সুতরাং এ নিয়ে কারও আতঙ্কিত হতে হবে না।
কারণ, আপনি টিকা পেতে যাচ্ছেন।’ ফেব্রুয়ারির শেষ নাগাদ করোনার টিকার প্রথম চালান ‘কোভ্যাক্স’ উদ্যোগে যুক্ত দেশগুলোয় পৌঁছাবে বলেও জানান তিনি। এদিকে ভারতে করোনার টিকা নেওয়ার পর আরও এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মেক্সিকোয় চুরি হয়ে গেছে করোনাভাইরাসের টিকার লট। এ ঘটনায় দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি, হিন্দুস্থান টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
ধনী-গরিব নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে ‘কোভ্যাক্স’ নামে বৈশ্বিক উদ্যোগে যৌথভাবে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)। ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে সিমাও আরও বলেন, সব দেশ, সব মানুষের টিকা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বিশ্বের প্রায় ৫০টি দেশ করোনার টিকা কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ৪০টিই উচ্চ আয়ের দেশ। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ফেব্রুয়ারিতে টিকা সরবরাহ শুরু হতে পারে।
বিশ্বের ১৮০টির বেশি দেশ ইতোমধ্যে কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হয়েছে।
আগামী মাসের শেষ নাগাদ কোভ্যাক্সের করোনার টিকার প্রথম চালান দেশগুলোয় পৌঁছাবে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৪৫৭ জন। মারা গেছেন ২০ লাখ ৮৫ হাজার ৭২০ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ১২ হাজার ২৫৬ জনের। সুস্থ হয়েছেন ৬ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৬ লাখ ৭১ হাজার ৫২৪ জন, মারা গেছেন রেকর্ড ১৪ হাজার ৩৭৪ জন।
ভারতে টিকা নেওয়ার পর আরেক স্বাস্থ্যকর্মীর মৃত্য : ভারতের তেলেঙ্গানা রাজ্যে করোনাভাইরাসের টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ বলেছে, টিকা নেওয়ার সঙ্গে এ মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বুধবার ভোরে ৪২ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মলা জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে টিকা দেওয়া হয়। এরপর এদিন রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়।
পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয় টিকা নেওয়ার পর। তবে ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, হার্টের সমস্যার কারণেই মারা যান তিনি। এছাড়া টিকা নেওয়ার পর কর্নাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা যান।
মেক্সিকোয় টিকা চুরি, সেনা মোতায়েন : মেক্সিকোর মোরেলোস রাজ্যের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাসের টিকা চুরি হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। অপরাধী গোষ্ঠীর হাত থেকে টিকার সরবরাহ রক্ষায় দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।
মেক্সিকোর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হাসপাতাল কর্মীদের কোনো সদস্য তার ব্যক্তিস্বার্থ হাসিলে টিকা চুরির মতো এমন অসততার কাজটি করেছেন। মেক্সিকোতে ১২ কোটি ৯০ লাখ মানুষের বসবাস। দেশটি তার সব নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত এই মহামারিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার। করোনায় মৃত্যুর হারের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনার টিকা সবাই পাবেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা
যারা টিকা গ্রহণে ইচ্ছুক তাদের সবাই টিকা পাবেন বলে আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটির সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও এই আশ্বাস দেন।
তিনি বলেন, ‘সারাবিশ্বের মানুষ যেন করোনাভাইরাসের টিকা পায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। সুতরাং এ নিয়ে কারও আতঙ্কিত হতে হবে না।
কারণ, আপনি টিকা পেতে যাচ্ছেন।’ ফেব্রুয়ারির শেষ নাগাদ করোনার টিকার প্রথম চালান ‘কোভ্যাক্স’ উদ্যোগে যুক্ত দেশগুলোয় পৌঁছাবে বলেও জানান তিনি। এদিকে ভারতে করোনার টিকা নেওয়ার পর আরও এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মেক্সিকোয় চুরি হয়ে গেছে করোনাভাইরাসের টিকার লট। এ ঘটনায় দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি, হিন্দুস্থান টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
ধনী-গরিব নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে ‘কোভ্যাক্স’ নামে বৈশ্বিক উদ্যোগে যৌথভাবে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)। ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে সিমাও আরও বলেন, সব দেশ, সব মানুষের টিকা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বিশ্বের প্রায় ৫০টি দেশ করোনার টিকা কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ৪০টিই উচ্চ আয়ের দেশ। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ফেব্রুয়ারিতে টিকা সরবরাহ শুরু হতে পারে।
বিশ্বের ১৮০টির বেশি দেশ ইতোমধ্যে কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হয়েছে।
আগামী মাসের শেষ নাগাদ কোভ্যাক্সের করোনার টিকার প্রথম চালান দেশগুলোয় পৌঁছাবে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৪৫৭ জন। মারা গেছেন ২০ লাখ ৮৫ হাজার ৭২০ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ১২ হাজার ২৫৬ জনের। সুস্থ হয়েছেন ৬ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৬ লাখ ৭১ হাজার ৫২৪ জন, মারা গেছেন রেকর্ড ১৪ হাজার ৩৭৪ জন।
ভারতে টিকা নেওয়ার পর আরেক স্বাস্থ্যকর্মীর মৃত্য : ভারতের তেলেঙ্গানা রাজ্যে করোনাভাইরাসের টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ বলেছে, টিকা নেওয়ার সঙ্গে এ মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বুধবার ভোরে ৪২ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মলা জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে টিকা দেওয়া হয়। এরপর এদিন রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়।
পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয় টিকা নেওয়ার পর। তবে ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, হার্টের সমস্যার কারণেই মারা যান তিনি। এছাড়া টিকা নেওয়ার পর কর্নাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা যান।
মেক্সিকোয় টিকা চুরি, সেনা মোতায়েন : মেক্সিকোর মোরেলোস রাজ্যের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাসের টিকা চুরি হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। অপরাধী গোষ্ঠীর হাত থেকে টিকার সরবরাহ রক্ষায় দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।
মেক্সিকোর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হাসপাতাল কর্মীদের কোনো সদস্য তার ব্যক্তিস্বার্থ হাসিলে টিকা চুরির মতো এমন অসততার কাজটি করেছেন। মেক্সিকোতে ১২ কোটি ৯০ লাখ মানুষের বসবাস। দেশটি তার সব নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত এই মহামারিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার। করোনায় মৃত্যুর হারের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ।