পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র গড়ে তুলব
রেজাউল
চট্টগ্রাম ব্যুরো
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের নাগরিকসেবার মানোন্নয়নে অনেক কিছুই করার রয়েছে।
করোনায় আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানো উচিত। মেয়র নির্বাচিত হয়ে আমি নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে আধুনিক সুবিধাসম্পন্ন বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলতে চাই। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।
নগরীর পূর্ব মাদারবাড়ি, আলকরণ ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে গণসংযোগকালে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। রেজাউল করিম চৌধুরী আরও বলেন, নগরীকে আধুনিক সুযোগ-সুবিধায় সাজাতে চাই। এজন্য আমি নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র গড়ে তুলতে চাই।
নগরীর যে সব রাস্তা ও গলিতে আলোর স্বল্পতা রয়েছে সেখানে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা করতে চাই। নারী ও যুব সম্প্রদায়কে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে করপোরেশনের পক্ষ থেকে আরও অধিক হারে প্রকল্প নিতে চাই। আউট সোর্সিং এ দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। বন্দরনগরী চট্টগ্রামে তথ্য প্রযুক্তির উন্নয়নে সরকারের সাফল্যের সব সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তি নিশ্চিত করতে চাই। আবহমানকাল ধরে চট্টগ্রামের মানুষ যে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে তা আরও সুদৃঢ় করতে চাই।
এ আওয়ামী লীগ নেতা ভোটারদের উদ্দেশে বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ ও স্বাধীনতার শত্রুদের সঙ্গে যাদের সখ্য, যারা এদের লালন পালন ও মদদ দেয় তারা কখনোই জনকল্যাণ চায় না। তারা গুজব, দাঙ্গা-হাঙ্গামা ও অরাজকতার মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। জাগ্রত প্রজন্মের প্রতিরোধে তারা বারবার ব্যর্থ হয়েছে। আগামী ২৭ তারিখের নির্বাচনেও প্রজন্ম সজাগ থাকবে, অন্ধগলির রাজাদের নজরদারিতে রাখবে।
গণসংযোগে আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লা চৌধুরী, মহিলা কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র গড়ে তুলব
রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের নাগরিকসেবার মানোন্নয়নে অনেক কিছুই করার রয়েছে।
করোনায় আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানো উচিত। মেয়র নির্বাচিত হয়ে আমি নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে আধুনিক সুবিধাসম্পন্ন বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলতে চাই। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।
নগরীর পূর্ব মাদারবাড়ি, আলকরণ ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে গণসংযোগকালে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। রেজাউল করিম চৌধুরী আরও বলেন, নগরীকে আধুনিক সুযোগ-সুবিধায় সাজাতে চাই। এজন্য আমি নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র গড়ে তুলতে চাই।
নগরীর যে সব রাস্তা ও গলিতে আলোর স্বল্পতা রয়েছে সেখানে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা করতে চাই। নারী ও যুব সম্প্রদায়কে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে করপোরেশনের পক্ষ থেকে আরও অধিক হারে প্রকল্প নিতে চাই। আউট সোর্সিং এ দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। বন্দরনগরী চট্টগ্রামে তথ্য প্রযুক্তির উন্নয়নে সরকারের সাফল্যের সব সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তি নিশ্চিত করতে চাই। আবহমানকাল ধরে চট্টগ্রামের মানুষ যে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে তা আরও সুদৃঢ় করতে চাই।
এ আওয়ামী লীগ নেতা ভোটারদের উদ্দেশে বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ ও স্বাধীনতার শত্রুদের সঙ্গে যাদের সখ্য, যারা এদের লালন পালন ও মদদ দেয় তারা কখনোই জনকল্যাণ চায় না। তারা গুজব, দাঙ্গা-হাঙ্গামা ও অরাজকতার মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। জাগ্রত প্রজন্মের প্রতিরোধে তারা বারবার ব্যর্থ হয়েছে। আগামী ২৭ তারিখের নির্বাচনেও প্রজন্ম সজাগ থাকবে, অন্ধগলির রাজাদের নজরদারিতে রাখবে।
গণসংযোগে আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লা চৌধুরী, মহিলা কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন প্রমুখ।