সেই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বোন জামাইয়ের নামে ঠিকাদারি ব্যবসা
যুগান্তর প্রতিবেদন
০৯ এপ্রিল ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুরকে সরাসরি ফোন করে মন্ত্রী বলেন, যুগান্তরে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে সবগুলোই তদন্ত করতে হবে। এ বিষয়ে সৎ, দক্ষ কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করার বিষয়েও নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সেতু বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সড়ক ও জনপথ বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, যশোর-ঝিনাইদহ ৬ লেন প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল হককে আহ্বায়ক ও নির্বাহী প্রকৌশলী তালিমুল ইসলামকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান প্রকৌশলী আব্দুস সবুর বৃহস্পতিবার এই তদন্ত কমিটি করেন।কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ৬ এপ্রিল যুগান্তরে ‘বোন জামাইয়ের নামে ঠিকাদারি লাইসেন্স, একচেটিয়া কাজ হাতিয়ে নিচ্ছেন নির্বাহী প্রকৌশলী’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। সংবাদটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বোন জামাইয়ের নামে ঠিকাদারি ব্যবসা
সেই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুরকে সরাসরি ফোন করে মন্ত্রী বলেন, যুগান্তরে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে সবগুলোই তদন্ত করতে হবে। এ বিষয়ে সৎ, দক্ষ কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করার বিষয়েও নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সেতু বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সড়ক ও জনপথ বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, যশোর-ঝিনাইদহ ৬ লেন প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল হককে আহ্বায়ক ও নির্বাহী প্রকৌশলী তালিমুল ইসলামকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান প্রকৌশলী আব্দুস সবুর বৃহস্পতিবার এই তদন্ত কমিটি করেন।কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ৬ এপ্রিল যুগান্তরে ‘বোন জামাইয়ের নামে ঠিকাদারি লাইসেন্স, একচেটিয়া কাজ হাতিয়ে নিচ্ছেন নির্বাহী প্রকৌশলী’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। সংবাদটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।