ভেঙে পড়া বেইলি ব্রিজটি মেরামত হয়নি
বরিশালের ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ
বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বরিশাল-বানারীপাড়াসহ ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। কিন্তু এখনো ব্রিজটি মেরামত বা নির্মাণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই চরম দুর্ভোগে পড়েছেন ওইসব রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় কয়েকজন জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদ, নাজিরপুর, ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর, নবগ্রাম ও উজিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। ওই সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মনিরুজ্জামান নামে বানারীপাড়ার এক বাসিন্দা জানান, তিনি বরিশাল থেকে বানারীপাড়া আসার জন্য বাসে ওঠেনি। কিন্তু ব্রিজ ভাঙার কারণে ওপার যেতে পারিনি। পরে হেঁটে অন্য প্রান্তে গিয়ে আবারও বাসে চড়ে বানারীপাড়া যেতে হয়েছে। দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি ঠিক করা উচিত।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ সুমন বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের কাজ চলছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।
বরিশালের ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ
ভেঙে পড়া বেইলি ব্রিজটি মেরামত হয়নি
বরিশাল ব্যুরো ও বানারীপাড়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বরিশাল-বানারীপাড়াসহ ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। কিন্তু এখনো ব্রিজটি মেরামত বা নির্মাণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই চরম দুর্ভোগে পড়েছেন ওইসব রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় কয়েকজন জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদ, নাজিরপুর, ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর, নবগ্রাম ও উজিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। ওই সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মনিরুজ্জামান নামে বানারীপাড়ার এক বাসিন্দা জানান, তিনি বরিশাল থেকে বানারীপাড়া আসার জন্য বাসে ওঠেনি। কিন্তু ব্রিজ ভাঙার কারণে ওপার যেতে পারিনি। পরে হেঁটে অন্য প্রান্তে গিয়ে আবারও বাসে চড়ে বানারীপাড়া যেতে হয়েছে। দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি ঠিক করা উচিত।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ সুমন বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের কাজ চলছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023