আওয়ামী লীগের তোফাইল মেয়র নির্বাচিত
বাঁশখালী পৌরসভা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। রোববার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে বিএনপি নেতা ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী পান ১ হাজার ৩৫৯ ভোট। তবে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে বেলা সাড়ে ১১টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন কামরুল।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যথাক্রমে আনসুর আলী তালুকদার, কাঞ্চন বড়ুয়া, জামশেদ আলম, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ ইসহাক, আকতার হোসেন, আবদুল গফুর, প্রণব দাশ ও বদিউল আলম। এ ছাড়া সংরক্ষিত আসনে রোজিনা আক্তার, রোজিয়া সোলতানা রোজি ও সাদেকা নূর খানম বিউটি মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাঁশখালী পৌরসভা
আওয়ামী লীগের তোফাইল মেয়র নির্বাচিত
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। রোববার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে বিএনপি নেতা ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী পান ১ হাজার ৩৫৯ ভোট। তবে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে বেলা সাড়ে ১১টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন কামরুল।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যথাক্রমে আনসুর আলী তালুকদার, কাঞ্চন বড়ুয়া, জামশেদ আলম, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ ইসহাক, আকতার হোসেন, আবদুল গফুর, প্রণব দাশ ও বদিউল আলম। এ ছাড়া সংরক্ষিত আসনে রোজিনা আক্তার, রোজিয়া সোলতানা রোজি ও সাদেকা নূর খানম বিউটি মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।