এবার সড়কে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর
আবার ময়লার গাড়ির ধাক্কা
যুগান্তর প্রতিবেদন
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফের সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম শিখা রানি (৫৫)। পেশায় তিনি উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। শনিবার রাত ২টার দিকে রাজধানীর মহাখালীতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই পরিচ্ছন্নতাকর্মী মহাখালী উড়াল সেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম যুগান্তরকে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সিটির ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানির মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত নারীর লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ওই গাড়িটি ছিল সাদা রঙের। চাপা দেওয়ার পর ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।
এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব দুর্ঘটনার পর ঢাকাজুড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আবার ময়লার গাড়ির ধাক্কা
এবার সড়কে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর
ফের সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম শিখা রানি (৫৫)। পেশায় তিনি উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। শনিবার রাত ২টার দিকে রাজধানীর মহাখালীতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই পরিচ্ছন্নতাকর্মী মহাখালী উড়াল সেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম যুগান্তরকে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সিটির ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানির মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত নারীর লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ওই গাড়িটি ছিল সাদা রঙের। চাপা দেওয়ার পর ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।
এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব দুর্ঘটনার পর ঢাকাজুড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।