যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গৌরীপুর স্বজন সমাবেশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ

আগামী ১ ফেব্রুয়ারি ২৩ বছরে পা দেবে যুগান্তর। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ স্লোগান সামনে রেখে গানে এদিন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার জীবদ্দশায় দেশ গড়ায় মনোনিবেশ করেন। শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন। তিনি এ দেশের মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, করোনাকালীন দুর্যোগে গণসচেতনায় দৈনিক যুগান্তর ও পাঠক সংগঠনের স্বজনরা সক্রিয় ভূমিকা রেখেছেন। দরিদ্র মানুষের কল্যাণেও তারা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর স্বজনের উপদেষ্টা মো. রইছ উদ্দিন, ক্লাব ৯৭ গৌরীপুরের নির্বাহী সদস্য কাজীয়েল হাজাত মুনশী শাহী, পৌর স্বজনের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শরিফ, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, সতিশা যুব ও কিশোর সংঘের মো. খাইরুল ইসলাম, মো. সোহেল রানা, আব্দুস সাত্তার, আব্দুল কদ্দুছ প্রমুখ। অনুষ্ঠানের প্রথম দিনে ২২৮ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গৌরীপুর স্বজন সমাবেশ
যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আগামী ১ ফেব্রুয়ারি ২৩ বছরে পা দেবে যুগান্তর। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ স্লোগান সামনে রেখে গানে এদিন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার জীবদ্দশায় দেশ গড়ায় মনোনিবেশ করেন। শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন। তিনি এ দেশের মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, করোনাকালীন দুর্যোগে গণসচেতনায় দৈনিক যুগান্তর ও পাঠক সংগঠনের স্বজনরা সক্রিয় ভূমিকা রেখেছেন। দরিদ্র মানুষের কল্যাণেও তারা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর স্বজনের উপদেষ্টা মো. রইছ উদ্দিন, ক্লাব ৯৭ গৌরীপুরের নির্বাহী সদস্য কাজীয়েল হাজাত মুনশী শাহী, পৌর স্বজনের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শরিফ, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, সতিশা যুব ও কিশোর সংঘের মো. খাইরুল ইসলাম, মো. সোহেল রানা, আব্দুস সাত্তার, আব্দুল কদ্দুছ প্রমুখ। অনুষ্ঠানের প্রথম দিনে ২২৮ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।