রাজশাহীতে রেল শ্রমিক লীগ নেতা খুন
রাজশাহীতে জহুরুল ইসলাম নামে এক রেলওয়ের রেল শ্রমিক লীগ নেতাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলের মতিয়ার রহমান নামে এক পিয়নকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জহুরুল রেলের পোর্টার পদে চাকরি করতেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর ওপেন লাইন শাখার সহসভাপতি ছিলেন তিনি। বাস করতেন শিরোইল কলোনি এলাকায়। আর গ্রেফতার হওয়া মতিয়ার মহানগরীর হাজরাপুকুর এলাকার বাসিন্দা। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের (সিওপিএস) কার্যালয়ের পিয়ন তিনি।
মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, পোর্টার জহুরুল ইসলাম পিয়ন মতিয়ার রহমানকে নিয়ে তার বাড়ির পাশে রেলের একটি পরিত্যক্ত জমি চাষাবাদ করতেন। ওই জমি নিয়ে দুজনের ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপুরে মতিয়ার ও তার পরিবারের সদস্যরা জমিতে গিয়ে জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনার পর মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। কেন কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে সেসব বিষয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজশাহীতে রেল শ্রমিক লীগ নেতা খুন
রাজশাহীতে জহুরুল ইসলাম নামে এক রেলওয়ের রেল শ্রমিক লীগ নেতাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলের মতিয়ার রহমান নামে এক পিয়নকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জহুরুল রেলের পোর্টার পদে চাকরি করতেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর ওপেন লাইন শাখার সহসভাপতি ছিলেন তিনি। বাস করতেন শিরোইল কলোনি এলাকায়। আর গ্রেফতার হওয়া মতিয়ার মহানগরীর হাজরাপুকুর এলাকার বাসিন্দা। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের (সিওপিএস) কার্যালয়ের পিয়ন তিনি।
মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, পোর্টার জহুরুল ইসলাম পিয়ন মতিয়ার রহমানকে নিয়ে তার বাড়ির পাশে রেলের একটি পরিত্যক্ত জমি চাষাবাদ করতেন। ওই জমি নিয়ে দুজনের ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপুরে মতিয়ার ও তার পরিবারের সদস্যরা জমিতে গিয়ে জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনার পর মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। কেন কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে সেসব বিষয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।