আরও ১৭ হাজার লিটার তেল জব্দ
দুই জেলায় রোববার আরও ১৭ হাজার ৪০ লিটার অবৈধভাবে মজুত করা তেল জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত আটদিনের অভিযানে বিভিন্ন জেলায় ৮ লাখ ৭৫ হাজার ৯৩৩ লিটার তেল উদ্ধার করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জব্দ করা তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করেছে। রোববারের অভিযানে চট্টগ্রাম থেকে ১২ হাজার ২৪০ লিটার ও নাটোরের সিংড়ায় ৪ হাজার ৮০০ লিটার তেল উদ্ধার করা হয়। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। এ সময় নগরীর সল্টগোলার ঈশান মিস্ত্রির হাটে আসাদ বাণিজ্যালয় এবং ইপিজেড থানার মাইলের মাথা এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, আসাদ বাণিজ্যালয়ের গুদাম ও দোকানের সামনে রাস্তার ওপর রাখা ৩০ ড্রামে ৬ হাজার ১২০ লিটার খোলা সয়াবিন ও পাম অয়েল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে বিসমিল্লাহ স্টোর থেকেও ৬ হাজার ১২০ লিটার তেল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকেও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। আসাদ বাণিজ্যালয়ের মালিক মো. ইলিয়াছ স্বীকার করেন, গত ৩ মার্চ প্রতিলিটার খোলা সয়াবিন তেল ১৩৩ টাকায় এবং প্রতিলিটার পাম অয়েল ১২৭ টাকায় কিনে মজুত করেন। কিন্তু তিনি তেল বিক্রি করছিলেন ১৯০ থেকে ২০০ টাকা দরে।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ৪ হাজার ৮০০ লিটার পাম অয়েল জব্দ করে আগের দামে বিক্রি করা হয়েছে। সিংড়া পৌরসভার তেমুক নওগাঁ বাজারের বিমল চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এ তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক তানভীর আহমেদ। এ সময় বিমল সাহা স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শনিবার পর্যন্ত গত চারদিনে চার উপজেলায় ৭১ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে ১২ প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল : বরিশাল বিভাগে শনিবার পর্যন্ত গত পাঁচদিনে ৭৫ হাজার ৩৭০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরও ১৭ হাজার লিটার তেল জব্দ
দুই জেলায় রোববার আরও ১৭ হাজার ৪০ লিটার অবৈধভাবে মজুত করা তেল জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত আটদিনের অভিযানে বিভিন্ন জেলায় ৮ লাখ ৭৫ হাজার ৯৩৩ লিটার তেল উদ্ধার করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জব্দ করা তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করেছে। রোববারের অভিযানে চট্টগ্রাম থেকে ১২ হাজার ২৪০ লিটার ও নাটোরের সিংড়ায় ৪ হাজার ৮০০ লিটার তেল উদ্ধার করা হয়। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। এ সময় নগরীর সল্টগোলার ঈশান মিস্ত্রির হাটে আসাদ বাণিজ্যালয় এবং ইপিজেড থানার মাইলের মাথা এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, আসাদ বাণিজ্যালয়ের গুদাম ও দোকানের সামনে রাস্তার ওপর রাখা ৩০ ড্রামে ৬ হাজার ১২০ লিটার খোলা সয়াবিন ও পাম অয়েল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে বিসমিল্লাহ স্টোর থেকেও ৬ হাজার ১২০ লিটার তেল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকেও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। আসাদ বাণিজ্যালয়ের মালিক মো. ইলিয়াছ স্বীকার করেন, গত ৩ মার্চ প্রতিলিটার খোলা সয়াবিন তেল ১৩৩ টাকায় এবং প্রতিলিটার পাম অয়েল ১২৭ টাকায় কিনে মজুত করেন। কিন্তু তিনি তেল বিক্রি করছিলেন ১৯০ থেকে ২০০ টাকা দরে।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ৪ হাজার ৮০০ লিটার পাম অয়েল জব্দ করে আগের দামে বিক্রি করা হয়েছে। সিংড়া পৌরসভার তেমুক নওগাঁ বাজারের বিমল চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এ তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক তানভীর আহমেদ। এ সময় বিমল সাহা স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শনিবার পর্যন্ত গত চারদিনে চার উপজেলায় ৭১ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে ১২ প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল : বরিশাল বিভাগে শনিবার পর্যন্ত গত পাঁচদিনে ৭৫ হাজার ৩৭০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।