তদন্ত করতে দুদককে নির্দেশ হাইকোর্টের
নার্স বদলি বাণিজ্য
যুগান্তর প্রতিবেদন
১৯ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের বদলি বাণিজ্যের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুদককে ২৬ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। একইসঙ্গে বদলি বাণিজ্যের সিন্ডিকেটের হোতা জামাল উদ্দিন, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সবার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করা হয়েছে।
রুলে বদলি বাণিজ্যের অভিযোগ তদন্ত করতে দুদককে কেন নির্দেশ দেওয়া হবে না, দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্য সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সিন্ডিকেটের অভিযুক্ত মো. জামাল উদ্দিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নার্স বদলি বাণিজ্য নিয়ে ৭ ফেব্রুয়ারি একটি দৈনিকে ‘তিন মাসে এত বদলি, লেনদেন কত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে দাখিল করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে ল’ অ্যান্ড লাইভ ফাউন্ডেশনের পক্ষে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নার্স বদলি বাণিজ্য
তদন্ত করতে দুদককে নির্দেশ হাইকোর্টের
দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের বদলি বাণিজ্যের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুদককে ২৬ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। একইসঙ্গে বদলি বাণিজ্যের সিন্ডিকেটের হোতা জামাল উদ্দিন, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সবার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করা হয়েছে।
রুলে বদলি বাণিজ্যের অভিযোগ তদন্ত করতে দুদককে কেন নির্দেশ দেওয়া হবে না, দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্য সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সিন্ডিকেটের অভিযুক্ত মো. জামাল উদ্দিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নার্স বদলি বাণিজ্য নিয়ে ৭ ফেব্রুয়ারি একটি দৈনিকে ‘তিন মাসে এত বদলি, লেনদেন কত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে দাখিল করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে ল’ অ্যান্ড লাইভ ফাউন্ডেশনের পক্ষে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়।