শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ শেষ হয়েছে
গাজীপুর আওয়ামী লীগের সম্মেলনে সেতুমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
২০ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। বিশ্বব্যাংক অবশেষে স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে।
বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত সম্মেলনে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক অপবাদ দিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, পুতুল, ববিসহ সবাইকে পদ্মা সেতুর জন্য হেনস্তা হতে হয়েছে। কিন্তু শেখ হাসিনার সাহস ও সততা সব বাধা পরাজিত করে পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছে। বাংলাদেশের সামর্থ্যরে স্মারক এই পদ্মা সেতু। জুনে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করবে। প্রধানমন্ত্রী শিগগিরই সময় দেবেন। আমরা সময়মতো পদ্মা সেতু উদ্বোধনের তারিখ সেতু বিভাগ থেকে প্রেস কনফারেন্স করে সমগ্র জাতিকে জানিয়ে দেব।’
বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, মোহাম্মদ সাইদ খোকন, সিমিন হোসেন রিমি এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।
ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর ব্যয় নিয়ে ফখরুল সাহেব এত কথা বলেন। খরস্রোতা নদীতে যেখানে ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়, এখন সেই নদীর ওপর নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু মাত্র সাত মিনিটে পার হওয়া যাবে। যেখানে ফেরিতে গেলে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ছয় বছর নির্বাসনে ছিলেন দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা। ছয় বছর পর আওয়ামী লীগ যখন কলহ-কোন্দলে জর্জরিত, তখন ঐকের প্রতীক হয়ে শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। অনেক বাধাবিপত্তি, প্রতিবন্ধকতা ও প্রতিরোধের মধ্য দিয়ে তিনি বাংলার মাটিতে ফিরে এসেছিলেন।
তিনি বলেন, পদ্মা সেতু হওয়ায় মানুষ খুশি। কিন্তু ফখরুল সাহেবের মন খারাপ। দেশের মানুষ ভালো আছে, এজন্য ফখরুল সাহেবের মন খারাপ। মানুষ ভালো থাকলে বিএনপির লোকজনের মন খারাপ হয়ে যায়। বিশেষ করে বিএনপি নেতাদের। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, বিএনপির এখন পদ্মা সেতু দেখে গাত্রদাহ হচ্ছে। আজ বিআরটি হয়ে যাচ্ছে, মেট্রোরেল হয়ে যাচ্ছে, কর্ণফুলি শেখ মুজিবুর রহমান টানেল হয়ে যাচ্ছে। তাই বিএনপির মাথা খারাপ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগবিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। তাই অকথ্য ভাষায় অপপ্রচার করছে তারা।
সেতুমন্ত্রী বলেন, গাজীপুরে যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে, সেগুলো অচিরেই সমাপ্ত হবে। আমাদের নেত্রীর গাজীপুরের প্রতি বিশেষ একটা টান আছে।
তিনি বলেছেন কাজ শেষ করার জন্য। আর যেগুলো বাকি আছে, সেগুলো আমরা অচিরেই শুরু করব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুর আওয়ামী লীগের সম্মেলনে সেতুমন্ত্রী
শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ শেষ হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। বিশ্বব্যাংক অবশেষে স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে।
বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত সম্মেলনে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক অপবাদ দিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, পুতুল, ববিসহ সবাইকে পদ্মা সেতুর জন্য হেনস্তা হতে হয়েছে। কিন্তু শেখ হাসিনার সাহস ও সততা সব বাধা পরাজিত করে পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছে। বাংলাদেশের সামর্থ্যরে স্মারক এই পদ্মা সেতু। জুনে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করবে। প্রধানমন্ত্রী শিগগিরই সময় দেবেন। আমরা সময়মতো পদ্মা সেতু উদ্বোধনের তারিখ সেতু বিভাগ থেকে প্রেস কনফারেন্স করে সমগ্র জাতিকে জানিয়ে দেব।’
বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, মোহাম্মদ সাইদ খোকন, সিমিন হোসেন রিমি এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।
ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর ব্যয় নিয়ে ফখরুল সাহেব এত কথা বলেন। খরস্রোতা নদীতে যেখানে ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়, এখন সেই নদীর ওপর নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু মাত্র সাত মিনিটে পার হওয়া যাবে। যেখানে ফেরিতে গেলে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ছয় বছর নির্বাসনে ছিলেন দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা। ছয় বছর পর আওয়ামী লীগ যখন কলহ-কোন্দলে জর্জরিত, তখন ঐকের প্রতীক হয়ে শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। অনেক বাধাবিপত্তি, প্রতিবন্ধকতা ও প্রতিরোধের মধ্য দিয়ে তিনি বাংলার মাটিতে ফিরে এসেছিলেন।
তিনি বলেন, পদ্মা সেতু হওয়ায় মানুষ খুশি। কিন্তু ফখরুল সাহেবের মন খারাপ। দেশের মানুষ ভালো আছে, এজন্য ফখরুল সাহেবের মন খারাপ। মানুষ ভালো থাকলে বিএনপির লোকজনের মন খারাপ হয়ে যায়। বিশেষ করে বিএনপি নেতাদের। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, বিএনপির এখন পদ্মা সেতু দেখে গাত্রদাহ হচ্ছে। আজ বিআরটি হয়ে যাচ্ছে, মেট্রোরেল হয়ে যাচ্ছে, কর্ণফুলি শেখ মুজিবুর রহমান টানেল হয়ে যাচ্ছে। তাই বিএনপির মাথা খারাপ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগবিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। তাই অকথ্য ভাষায় অপপ্রচার করছে তারা।
সেতুমন্ত্রী বলেন, গাজীপুরে যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে, সেগুলো অচিরেই সমাপ্ত হবে। আমাদের নেত্রীর গাজীপুরের প্রতি বিশেষ একটা টান আছে।
তিনি বলেছেন কাজ শেষ করার জন্য। আর যেগুলো বাকি আছে, সেগুলো আমরা অচিরেই শুরু করব।