বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ২৮ জুন ঢাকায় এই সংলাপ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইইউর পক্ষ থেকে সংলাপটি স্থগিত করা হয়। কবে নাগাদ সংলাপ হবে তা নিশ্চিত নয়।
জানতে চাইলে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি শনিবার যুগান্তরকে সংলাপ স্থগিত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি ভিত্তিতে (ইইউ প্রতিনিধির) ইরান সফরে যাওয়ার প্রয়োজন হওয়ায় সংলাপ স্থগিত করা হয়েছে। আমরা নতুন তারিখ নির্ধারণ করব। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
রাজনৈতিক সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা এনরিকে মোরার। তিনি ইইউ উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের চিপ অব স্টাফ এবং ইউরোপীয় এক্সটার্নাল সার্ভিসের ডেপুটি সেক্রেটারি জেনারেল। স্প্যানিশ কূটনীতিক এনরিকে মোরা ইরানের সঙ্গে আলোচনায় ইইউর প্রধান আলোচক। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২০২১ সালের অক্টোবরে ব্রাসেলস সফরের সময় ইইউর সঙ্গে রাজনৈতিক সংলাপের সিদ্ধান্ত হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ২৮ জুন ঢাকায় এই সংলাপ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইইউর পক্ষ থেকে সংলাপটি স্থগিত করা হয়। কবে নাগাদ সংলাপ হবে তা নিশ্চিত নয়।
জানতে চাইলে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি শনিবার যুগান্তরকে সংলাপ স্থগিত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি ভিত্তিতে (ইইউ প্রতিনিধির) ইরান সফরে যাওয়ার প্রয়োজন হওয়ায় সংলাপ স্থগিত করা হয়েছে। আমরা নতুন তারিখ নির্ধারণ করব। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
রাজনৈতিক সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা এনরিকে মোরার। তিনি ইইউ উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের চিপ অব স্টাফ এবং ইউরোপীয় এক্সটার্নাল সার্ভিসের ডেপুটি সেক্রেটারি জেনারেল। স্প্যানিশ কূটনীতিক এনরিকে মোরা ইরানের সঙ্গে আলোচনায় ইইউর প্রধান আলোচক। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২০২১ সালের অক্টোবরে ব্রাসেলস সফরের সময় ইইউর সঙ্গে রাজনৈতিক সংলাপের সিদ্ধান্ত হয়েছিল।