ব্যাংকের চেয়ারম্যান এমডিদের জন্য ৮ বছর আগে নতুন গাড়ি নয়
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার
যুগান্তর প্রতিবেদন
০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) অন্যান্য কাজে ব্যবহারের জন্য চলতি অর্থবছরে নতুন কোনো গাড়ি কেনা যাবে না।
আগের গাড়িই ব্যবহার করতে হবে। চেয়ারম্যান ও এমডির জন্য কেনা গাড়ি কমপক্ষে আট বছর ব্যবহার করতে হবে। এ নির্দেশনা ব্যাংকের জন্য কেনা গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ব্যাংক পরিচালনায় ব্যয় কমানো, সাজসজ্জা পরিহার ও অন্যান্য উচ্চ ব্যয়ের ক্ষেত্রে লাগাম টানতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও এমডি সার্বক্ষণিকভাবে গাড়ি ব্যবহার করেন। এছাড়া অন্যান্য কাজেও গাড়ির ব্যবহার রয়েছে।
সব ক্ষেত্রেই চলতি অর্থবছরে নতুন কোনো গাড়ি কেনা যাবে না। এক্ষেত্রে আগের গাড়িই ব্যবহার করতে হবে। আগে ব্যাংকগুলো একটি নতুন গাড়ি কমপক্ষে ৫ বছর ব্যবহারের পর নতুন গাড়ি কিনতে পারতেন। এখন সেটি করা যাবে না। একটি গাড়ি কেনার পর তা কমপক্ষে ৮ বছর ব্যবহার করতে হবে। এরপর নতুন গাড়ি কেনা যাবে। এর আগে নয়।
সূত্র জানায়, বৈশ্বিক মন্দায় সরকারের কৃচ্ছতা সাধনের নীতির আওতায় ব্যাংকগুলোর জন্যও এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের গাড়ি বিলাসের একটি প্রবণতা রয়েছে। তারা নিত্য নতুন বিলাসী গাড়ি কিনে একদিকে দেশের মুদ্রার ব্যয় বাড়াচ্ছেন, অন্যদিকে ব্যাংকের ব্যয় বাড়িয়ে তুলেছেন। এ প্রবণতা রোধে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার
ব্যাংকের চেয়ারম্যান এমডিদের জন্য ৮ বছর আগে নতুন গাড়ি নয়
বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) অন্যান্য কাজে ব্যবহারের জন্য চলতি অর্থবছরে নতুন কোনো গাড়ি কেনা যাবে না।
আগের গাড়িই ব্যবহার করতে হবে। চেয়ারম্যান ও এমডির জন্য কেনা গাড়ি কমপক্ষে আট বছর ব্যবহার করতে হবে। এ নির্দেশনা ব্যাংকের জন্য কেনা গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ব্যাংক পরিচালনায় ব্যয় কমানো, সাজসজ্জা পরিহার ও অন্যান্য উচ্চ ব্যয়ের ক্ষেত্রে লাগাম টানতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও এমডি সার্বক্ষণিকভাবে গাড়ি ব্যবহার করেন। এছাড়া অন্যান্য কাজেও গাড়ির ব্যবহার রয়েছে।
সব ক্ষেত্রেই চলতি অর্থবছরে নতুন কোনো গাড়ি কেনা যাবে না। এক্ষেত্রে আগের গাড়িই ব্যবহার করতে হবে। আগে ব্যাংকগুলো একটি নতুন গাড়ি কমপক্ষে ৫ বছর ব্যবহারের পর নতুন গাড়ি কিনতে পারতেন। এখন সেটি করা যাবে না। একটি গাড়ি কেনার পর তা কমপক্ষে ৮ বছর ব্যবহার করতে হবে। এরপর নতুন গাড়ি কেনা যাবে। এর আগে নয়।
সূত্র জানায়, বৈশ্বিক মন্দায় সরকারের কৃচ্ছতা সাধনের নীতির আওতায় ব্যাংকগুলোর জন্যও এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের গাড়ি বিলাসের একটি প্রবণতা রয়েছে। তারা নিত্য নতুন বিলাসী গাড়ি কিনে একদিকে দেশের মুদ্রার ব্যয় বাড়াচ্ছেন, অন্যদিকে ব্যাংকের ব্যয় বাড়িয়ে তুলেছেন। এ প্রবণতা রোধে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।