কুমিল্লা ও ঈশ্বরদীতে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
থার্টিফার্স্ট নাইটে পিকনিক
যুগান্তর ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা ও পাবনার ঈশ্বরদীতে থার্টিফার্স্ট নাইটের পিকনিকে স্কুলছাত্রসহ দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় হৃদয় নামে এক তরুণকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে কিশোর গ্যাং। ঈশ্বরদীতে উচ্চস্বরে গান বাজানো কেন্দ্র করে শিক্ষার্থী রোহানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খরব-
কুমিল্লা : নিহত হৃদয়ের মামা মো. জনি জানান, শনিবার রাতে নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুর পাড়ে কিছু যুবক পিকনিকের আয়োজন করে। হৃদয়ও সেখানে ছিল। রাত দেড়টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে পিকনিক থেকে ধরে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদয় দক্ষিণ চর্থার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) : স্থানীয়রা জানান, নিহত রোহান সাঁড়া থানাপাড়ার মিজানুর রহমান মিন্নুর ছেলে। সে সাঁড়া সাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শনিবার রাত ১২টার পর সাঁড়া থানাপাড়ায় পিকনিকের আয়োজন করে তারা। সেখানে উচ্চ শব্দে গান বাজানো কেন্দ্র করে সাঁড়া থানাপাড়ার লোকজনের সঙ্গে সাঁড়া পানহাট পাড়া ও মেম্বার পাড়ার লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। সাঁড়া থানাপাড়ার লোকজন ও রোহানের বাবা মিজানুর রহমান মিন্নু দাবি করেন, সংঘর্ষের সময় রোহানকে পিটিয়ে হত্যা করা হয়।
তবে ঈশ্বরদী সার্কেল এসপি বিপ্লব গোস্বামী জানান, রোহান রাতে বাড়িতে এসে তার মাকে ডাক দেয় এবং অসুস্থতার কথা বলে। তার মা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রোহানের শরীরে কোনো দাগ নেই। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
থার্টিফার্স্ট নাইটে পিকনিক
কুমিল্লা ও ঈশ্বরদীতে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
কুমিল্লা ও পাবনার ঈশ্বরদীতে থার্টিফার্স্ট নাইটের পিকনিকে স্কুলছাত্রসহ দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় হৃদয় নামে এক তরুণকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে কিশোর গ্যাং। ঈশ্বরদীতে উচ্চস্বরে গান বাজানো কেন্দ্র করে শিক্ষার্থী রোহানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খরব-
কুমিল্লা : নিহত হৃদয়ের মামা মো. জনি জানান, শনিবার রাতে নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুর পাড়ে কিছু যুবক পিকনিকের আয়োজন করে। হৃদয়ও সেখানে ছিল। রাত দেড়টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে পিকনিক থেকে ধরে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদয় দক্ষিণ চর্থার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) : স্থানীয়রা জানান, নিহত রোহান সাঁড়া থানাপাড়ার মিজানুর রহমান মিন্নুর ছেলে। সে সাঁড়া সাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শনিবার রাত ১২টার পর সাঁড়া থানাপাড়ায় পিকনিকের আয়োজন করে তারা। সেখানে উচ্চ শব্দে গান বাজানো কেন্দ্র করে সাঁড়া থানাপাড়ার লোকজনের সঙ্গে সাঁড়া পানহাট পাড়া ও মেম্বার পাড়ার লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। সাঁড়া থানাপাড়ার লোকজন ও রোহানের বাবা মিজানুর রহমান মিন্নু দাবি করেন, সংঘর্ষের সময় রোহানকে পিটিয়ে হত্যা করা হয়।
তবে ঈশ্বরদী সার্কেল এসপি বিপ্লব গোস্বামী জানান, রোহান রাতে বাড়িতে এসে তার মাকে ডাক দেয় এবং অসুস্থতার কথা বলে। তার মা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রোহানের শরীরে কোনো দাগ নেই। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।