আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ
আগের দিন ঘোষিত আইসিসির বর্ষসেরা টি ২০ দলে জায়গা হয়নি বাংলাদেশের কারও। মঙ্গলবার মিলল সুখবর। ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে মেহেদী হাসান মিরাজের। যার স্বীকৃতি হিসাবে প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে কাল ২০২২ সালের সেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে আইসিসি। ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ওয়ানডে দলও। সব দল মিলিয়ে বর্ষসেরা একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মিরাজ।
২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। এবার আইসিসির নির্বাচক প্যানেল, সাংবাদিক ও সমর্থকদের ভোটে নির্বাচিত একাদশে বাংলাদেশ থেকে অলরাউন্ডার হিসাবে জায়গা পেয়েছেন শুধু মিরাজ। বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক পাকিস্তানের বাবর আজম। দলে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের আছেন দুজন করে। বাংলাদেশ ছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে সুযোগ পেয়েছেন একজন করে ক্রিকেটার।
ওয়ানডেতে বল হাতে বছরজুড়ে ধারাবাহিক ছিলেন মিরাজ। ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে নেন ২৪ উইকেট। ব্যাটিংয়েও মুগ্ধতা ছড়িয়েছেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার। ১০ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও ফিফটিসহ ৬৬ গড়ে করেছেন ৩৩০ রান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মিরাজ রাখেন অগ্রণী ভূমিকা। বর্ষসেরা দলে আরেক অলরাউন্ডার জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ওপেনিংয়ে অধিনায়ক বাবরের সঙ্গী অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এছাড়া দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও আলজারি জোসেফ, ভারতের শ্রেয়াস আয়ার ও মোহাম্মদ সিরাজ, নিউজিল্যান্ডের টম লাথাম ও ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
বর্ষসেরা টেস্ট দলের সর্বোচ্চ চার ক্রিকেটার-অস্ট্রেলিয়ার উসমান খাজা, মার্নাস লাবুশেন, প্যাট কাসিন্স ও নাথান লায়ন। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন তিনজন। অধিনায়ক নির্বাচিত হওয়া বেন স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো ও জেমস অ্যান্ডারসন। এছাড়া দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাফেট, ভারতের ঋষভ পন্ত ও পাকিস্তানের বাবর আজম।
বর্ষসেরা নারী ওয়ানডে দলে ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। অধিনায়ক ভারতের হারমানপ্রিত কাউর।
বর্ষসেরা ওয়ানডে একাদশ : বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আয়ার, টম লাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
বর্ষসেরা টেস্ট একাদশ : উসমান খাজা, ক্রেগ ব্রাফেট, মার্নাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জেমস অ্যান্ডারসন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ
আগের দিন ঘোষিত আইসিসির বর্ষসেরা টি ২০ দলে জায়গা হয়নি বাংলাদেশের কারও। মঙ্গলবার মিলল সুখবর। ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে মেহেদী হাসান মিরাজের। যার স্বীকৃতি হিসাবে প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে কাল ২০২২ সালের সেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে আইসিসি। ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ওয়ানডে দলও। সব দল মিলিয়ে বর্ষসেরা একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মিরাজ।
২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। এবার আইসিসির নির্বাচক প্যানেল, সাংবাদিক ও সমর্থকদের ভোটে নির্বাচিত একাদশে বাংলাদেশ থেকে অলরাউন্ডার হিসাবে জায়গা পেয়েছেন শুধু মিরাজ। বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক পাকিস্তানের বাবর আজম। দলে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের আছেন দুজন করে। বাংলাদেশ ছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে সুযোগ পেয়েছেন একজন করে ক্রিকেটার।
ওয়ানডেতে বল হাতে বছরজুড়ে ধারাবাহিক ছিলেন মিরাজ। ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে নেন ২৪ উইকেট। ব্যাটিংয়েও মুগ্ধতা ছড়িয়েছেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার। ১০ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও ফিফটিসহ ৬৬ গড়ে করেছেন ৩৩০ রান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মিরাজ রাখেন অগ্রণী ভূমিকা। বর্ষসেরা দলে আরেক অলরাউন্ডার জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ওপেনিংয়ে অধিনায়ক বাবরের সঙ্গী অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এছাড়া দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও আলজারি জোসেফ, ভারতের শ্রেয়াস আয়ার ও মোহাম্মদ সিরাজ, নিউজিল্যান্ডের টম লাথাম ও ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
বর্ষসেরা টেস্ট দলের সর্বোচ্চ চার ক্রিকেটার-অস্ট্রেলিয়ার উসমান খাজা, মার্নাস লাবুশেন, প্যাট কাসিন্স ও নাথান লায়ন। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন তিনজন। অধিনায়ক নির্বাচিত হওয়া বেন স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো ও জেমস অ্যান্ডারসন। এছাড়া দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাফেট, ভারতের ঋষভ পন্ত ও পাকিস্তানের বাবর আজম।
বর্ষসেরা নারী ওয়ানডে দলে ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। অধিনায়ক ভারতের হারমানপ্রিত কাউর।
বর্ষসেরা ওয়ানডে একাদশ : বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আয়ার, টম লাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
বর্ষসেরা টেস্ট একাদশ : উসমান খাজা, ক্রেগ ব্রাফেট, মার্নাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জেমস অ্যান্ডারসন।