বাঞ্ছারামপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে বাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য অলি মিয়াকে (৫০) কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়েছে। রোববার সাড়ে ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অলি মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের বহু মামলার আসামি ইকবাল হোসেনের সঙ্গে অলি মিয়ার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন বিকালে গ্রামের এক জানাজা শেষে বাড়ি ফেরার পর ইকবাল ও তার লোকজন অলিকে পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টেঁটাবিদ্ধ করে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আসামি ধরতে অভিযান চালাচ্ছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাঞ্ছারামপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে বাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য অলি মিয়াকে (৫০) কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়েছে। রোববার সাড়ে ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অলি মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের বহু মামলার আসামি ইকবাল হোসেনের সঙ্গে অলি মিয়ার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন বিকালে গ্রামের এক জানাজা শেষে বাড়ি ফেরার পর ইকবাল ও তার লোকজন অলিকে পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টেঁটাবিদ্ধ করে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আসামি ধরতে অভিযান চালাচ্ছি।