র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী আর নেই

 যুগান্তর প্রতিবেদন 
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী (৮৬) শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ মুন্সীগঞ্জের মালখানগরে পৈতৃক বাড়িতে নেওয়া হয়। সেখানে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ছেলে রোমো রউফ চৌধুরী এবং দুই মেয়ে রোমানা রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরীকে রেখে গেছেন। রউফ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। 
রউফ চৌধুরী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অন্যতম পরিচালক ছিলেন। ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। তার ছেলে রোমো রউফ চৌধুরী বর্তমানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য রউফ চৌধুরী বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া বিভিন্ন জনসেবামূলক কাজে যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে ব্যাংক এশিয়া পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
১৯৩৭ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আ. রউফ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে বিজনস ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। দুটি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালনের পর যোগ দেন যমুনা অয়েল কোম্পানিতে। পরে প্রতিষ্ঠা করেন র‌্যাংগস গ্রুপ। তার প্রতিষ্ঠিত র‌্যাংগস গ্রুপ, র‌্যানকন গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৫০টি কোম্পানি রয়েছে। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, টেলিকম, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্যাংক ও বীমাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে র‌্যাংগস গ্রুপের।
বাবা-মায়ের পাশে চিরনিন্দ্রায় শায়িত রউফ চৌধুরী : মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার রাত ৮টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগরে রউফ চৌধুরীর প্রতিষ্ঠিত ‘মা আমিরান’ হাসপাতাল মাঠে জানাজা শেষে কাজীরবাগ পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রউফ চৌধুরীর লাশ দাফন করা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ অংশ নেয়। গত বছরের ৫ মে স্ট্রোক করে তিনি তিন মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেন। এরপর দেশে ফিরে তিনি ঢাকার বাড়িতে ছিলেন। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য মাহি বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন