কাউন্সিল পণ্ড

পটিয়ায় ইটের টুকরোয় আ.লীগ নেতা আহত

 পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে ইটের টুকরোর আঘাতে মোহাম্মদ খোকন নামে স্থানীয় এক নেতা আহত হয়েছেন। তিনি শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার রাত সোয়া ৯টায় কালিয়াইশ স্কুল মাঠে দলীয় বিরোধে এ ঘটনা ঘটে। পুলিশ রিফাত নামে এক যুবককে আটক করেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শোভনদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রথমবারের মতো সম্মেলন হচ্ছিল। এতে কাউন্সিলর তালিকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রিফাত নামে এক যুবক মোহাম্মদ খোকনকে লক্ষ্য করে ইটের টুকরো ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই রিফাতকে আটক করা হয়। তিনি কালিয়াইশ গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় কাউন্সিল পণ্ড হয়ে যায়।

আটকের পর রিফাত জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল্লাহর নির্দেশে সেখানে দুই গ্রুপে অন্তত ১০-১২ জন হামলায় অংশ নেয়। এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বক্তব্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ যুগান্তরকে বলেন, দ্বিতীয় অধিবেশনে পাতানো কাউন্সিলর তালিকা নিয়ে কারও কারও পক্ষ থেকে আপত্তি ওঠে। তালিকায় বিএনপির লোকজন এবং একই পরিবারের একাধিক সদস্যের নামও ছিল। এ কারণে তিনিসহ অনেকে অধিবেশন শেষ না করেই চলে যান। পরে জানতে পারেন এক যুবকের ছোড়া ইটের টুকরোর আঘাতে সভাপতি খোকন আহত হয়েছেন।

ইউপি সদস্য নজরুল মেম্বার জানান, খোকন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, এ ঘটনায় ওয়াহিদুল্লাহকে প্রধান করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক রিফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন