চট্টগ্রামে দগ্ধ মা ও দুই সন্তানের মৃত্যু

 চট্টগ্রাম ব্যুরো 
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েলের আগুনে দগ্ধ মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় সংলগ্ন শহীদনগরে ইব্রাহীমের বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে। ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন-নূর নাহার বেগম (৩০), তার এক বছরের ছেলে মো. মারুফ এবং তিন বছরের মেয়ে ফারিয়া। নূর নাহারের স্বামীর নাম মো. মানিক। দুই ছেলেমেয়েকে নিয়ে শহীদনগর এলাকায় ভাড়া থাকতেন তারা। একই ঘটনায় মো. ইমাম উদ্দিন নামে এক ব্যক্তি দগ্ধ হন। তিনি নিহত নূর নাহারের প্রতিবেশী ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে ছয় মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মো. রফিকুল ইসলাম জানান, আগুনে মা ও দুই সন্তানের ৯০ শতাংশ পুড়ে যায়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন