এই রাত ছিল
রাত ছিল
স্বপ্নহীন বিনিদ্র রজনী
নীরব ছিল বাকহীন স্তব্ধতা
বিস্তৃতির অন্তরালে বাসনাই
সুর ছন্দ কবিতা গানে।
কাটেনা একেলাই যেন
বিরহের বিষণ্নতা কুড়োয়
শুধু সারাক্ষণ সারামন জুড়ে।
রাত যেন কি বলে,
কিবা আছে নীলান্তে
তারাদের আলাপনে মেঘে
মেঘে ভেসে যায় সাদা মেঘের ভেলা
অজানায় ঐ মিশে যায়।
চাই যে ঘুমোতে
বুকে আছে একরাশ প্রেম
ভালোবাসা চাই যে তোমাতে
স্বপ্ন সুখের ময়ূরপক্ষী
নায়ে হারাতে ঐ সীমানায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই রাত ছিল
রাত ছিল
স্বপ্নহীন বিনিদ্র রজনী
নীরব ছিল বাকহীন স্তব্ধতা
বিস্তৃতির অন্তরালে বাসনাই
সুর ছন্দ কবিতা গানে।
কাটেনা একেলাই যেন
বিরহের বিষণ্নতা কুড়োয়
শুধু সারাক্ষণ সারামন জুড়ে।
রাত যেন কি বলে,
কিবা আছে নীলান্তে
তারাদের আলাপনে মেঘে
মেঘে ভেসে যায় সাদা মেঘের ভেলা
অজানায় ঐ মিশে যায়।
চাই যে ঘুমোতে
বুকে আছে একরাশ প্রেম
ভালোবাসা চাই যে তোমাতে
স্বপ্ন সুখের ময়ূরপক্ষী
নায়ে হারাতে ঐ সীমানায়।