তরুণদের আদর্শ বই
কথায় আছে, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব পাঁচ বছরে; কিন্তু সংস্কৃতির উন্নয়ন পঞ্চাশ বছরেও সম্ভব নয়। সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটু একটু করে এগোতে হয়। সেই এগিয়ে চলার পথে রয়েছে অনেক মাধ্যম এবং অনেক ধাপ। এ ধাপগুলো অতিক্রমের একটি বিশেষ মাধ্যম হতে পারে বই। বই মানুষকে পথ দেখায়। রহমান শেলীর ‘তোমার মাঝেই সম্ভাবনা’ বইটিও সেরকম বই, যা পাঠককে সঠিক এবং সৃষ্টিশীল পথের সন্ধান দিতে সক্ষম। আজকের অনলাইনের যুগে মানুষ অনেক কিছু উদ্ভাবন করছেন। অনেক পেশা অনেক কর্মক্ষেত্র তৈরি করে নিতে পেরেছে মানুষ নিজে নিজেই। সেই স্বাধীনচেতা এবং সৃষ্টিশীল পাঠকের কাছে রহমান শেলী তার ‘তোমার মাঝেই সম্ভাবনা’ বইটি নিয়ে হাজির হয়েছে।
‘তোমার মাঝেই সম্ভাবনা’ এ প্রজন্মের স্বপ্নবাজ তরুণদের জন্য একটি আদর্শ বই হতে পারে। হতাশায় থাকা তরুণদের জন্যও এটি একটি বিশেষ উপশম হতে পারে। যে তুরুণরা নানা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা বইটি পড়লে অনেক সাহস এবং ভুলের সমাধান পেয়ে যেতে পারেন। লেখক রহমান শেলী এ সময়ের একজন মেধাবী সব্যসাচী লেখক। গল্প-কবিতা-উপন্যাসের পাশাপাশি বর্তমান বইয়ের মতো মটিভেশনাল বইও তিনি লিখে থাকেন। এ পর্যন্ত লেখকের মোট বত্রিশটি মৌলিক বই প্রকাশিত হয়েছে। মূলত ফিকশন ধরনের বই লিখলেও এবার লিখেছেন, আত্ম-উন্নয়ন বিষয়ক বইও। এ বইটি স্টুডেন্টদের প্রিয় বই হলো হওয়ার মতোই। আর হতে পারে সব বয়সের পাঠকেরও আগ্রহের বই। সাড়ে পাঁচ ফর্মার এ বইটি এ মেলায় এনেছেন মাত্রা প্রকাশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তরুণদের আদর্শ বই
কথায় আছে, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব পাঁচ বছরে; কিন্তু সংস্কৃতির উন্নয়ন পঞ্চাশ বছরেও সম্ভব নয়। সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটু একটু করে এগোতে হয়। সেই এগিয়ে চলার পথে রয়েছে অনেক মাধ্যম এবং অনেক ধাপ। এ ধাপগুলো অতিক্রমের একটি বিশেষ মাধ্যম হতে পারে বই। বই মানুষকে পথ দেখায়। রহমান শেলীর ‘তোমার মাঝেই সম্ভাবনা’ বইটিও সেরকম বই, যা পাঠককে সঠিক এবং সৃষ্টিশীল পথের সন্ধান দিতে সক্ষম। আজকের অনলাইনের যুগে মানুষ অনেক কিছু উদ্ভাবন করছেন। অনেক পেশা অনেক কর্মক্ষেত্র তৈরি করে নিতে পেরেছে মানুষ নিজে নিজেই। সেই স্বাধীনচেতা এবং সৃষ্টিশীল পাঠকের কাছে রহমান শেলী তার ‘তোমার মাঝেই সম্ভাবনা’ বইটি নিয়ে হাজির হয়েছে।
‘তোমার মাঝেই সম্ভাবনা’ এ প্রজন্মের স্বপ্নবাজ তরুণদের জন্য একটি আদর্শ বই হতে পারে। হতাশায় থাকা তরুণদের জন্যও এটি একটি বিশেষ উপশম হতে পারে। যে তুরুণরা নানা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা বইটি পড়লে অনেক সাহস এবং ভুলের সমাধান পেয়ে যেতে পারেন। লেখক রহমান শেলী এ সময়ের একজন মেধাবী সব্যসাচী লেখক। গল্প-কবিতা-উপন্যাসের পাশাপাশি বর্তমান বইয়ের মতো মটিভেশনাল বইও তিনি লিখে থাকেন। এ পর্যন্ত লেখকের মোট বত্রিশটি মৌলিক বই প্রকাশিত হয়েছে। মূলত ফিকশন ধরনের বই লিখলেও এবার লিখেছেন, আত্ম-উন্নয়ন বিষয়ক বইও। এ বইটি স্টুডেন্টদের প্রিয় বই হলো হওয়ার মতোই। আর হতে পারে সব বয়সের পাঠকেরও আগ্রহের বই। সাড়ে পাঁচ ফর্মার এ বইটি এ মেলায় এনেছেন মাত্রা প্রকাশ।