অশনিবেলায়
সকলেই করে গেছে সবই
রাখেনি কিছুই আর?
রক্তজল করা সাগরে মেশাই
সাগর।
বিভূতি কি যুগেই জন্মদিলে
আমায়?
মাটিগুলে জল, জলগুলে মাটির
তাল।
তারপরও ছিল কিছু,
পিঙ্গল শকুনির স্ফটিক চোখে
ভিত শামুকের অবগুণ্ঠন নামে,
তারাপদ ফিরো না আর,
এই অশনি বেলায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অশনিবেলায়
সকলেই করে গেছে সবই
রাখেনি কিছুই আর?
রক্তজল করা সাগরে মেশাই
সাগর।
বিভূতি কি যুগেই জন্মদিলে
আমায়?
মাটিগুলে জল, জলগুলে মাটির
তাল।
তারপরও ছিল কিছু,
পিঙ্গল শকুনির স্ফটিক চোখে
ভিত শামুকের অবগুণ্ঠন নামে,
তারাপদ ফিরো না আর,
এই অশনি বেলায়।