আত্ম সংহারের ইমন স্বরলিপি
অচেনা নদীর ভিতরে লুকিয়ে আমার কাল
দৃষ্টির অগম্য তা নয়, নিউরনের মধ্যে ছেঁকা ধরায়
শুধু তুমি প্রতিশোধ নিও না, জ্বলন্ত মেঘ শামিয়ানা
সরিয়ে খালবিল মথিত করে হাঁসের কলধ্বনি
ছড়িয়ে সংহারের গান আর শুনিও না।
প্রতিটি আঘাত আমি প্রাপ্তি বলে মানি,
জমিয়ে বসে ফড়িংয়েরা আসর জমাচ্ছে
তোমার শার্টে, সুগন্ধি লতাগুল্মরা জড়াতে চাইছে
তোমার মোজায়, ঝাঁক ঝাঁক বুঁদবুঁদের কথায়
ডুবে যাচ্ছে আমার মানচিত্র,
প্রকৃতিগত আঘাতকে আমি বলি,
আরো উন্মুক্ত হও।
শুধু মনে থাক এতটুকু,
সাইরেনের শব্দে স্বপ্নরা উদ্যত হলেও,
প্রতিটি চুম্বন ছিল বিশ্বাসে
দেহ সন্ধিতে ছিল না কোনো অস্পষ্ট ঘ্রাণ
আজকাল প্রেম বক্তব্য নয় বলে,
তোমার লাল নখে চিরে দিও না হৃদয়।
পরাজিত ভালোবাসায় নেই কোনো বৈরী রাগ
দেউল মনে বাজে ম্রিয়মাণ ইমনের স্বরলিপি আজ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আত্ম সংহারের ইমন স্বরলিপি
অচেনা নদীর ভিতরে লুকিয়ে আমার কাল
দৃষ্টির অগম্য তা নয়, নিউরনের মধ্যে ছেঁকা ধরায়
শুধু তুমি প্রতিশোধ নিও না, জ্বলন্ত মেঘ শামিয়ানা
সরিয়ে খালবিল মথিত করে হাঁসের কলধ্বনি
ছড়িয়ে সংহারের গান আর শুনিও না।
প্রতিটি আঘাত আমি প্রাপ্তি বলে মানি,
জমিয়ে বসে ফড়িংয়েরা আসর জমাচ্ছে
তোমার শার্টে, সুগন্ধি লতাগুল্মরা জড়াতে চাইছে
তোমার মোজায়, ঝাঁক ঝাঁক বুঁদবুঁদের কথায়
ডুবে যাচ্ছে আমার মানচিত্র,
প্রকৃতিগত আঘাতকে আমি বলি,
আরো উন্মুক্ত হও।
শুধু মনে থাক এতটুকু,
সাইরেনের শব্দে স্বপ্নরা উদ্যত হলেও,
প্রতিটি চুম্বন ছিল বিশ্বাসে
দেহ সন্ধিতে ছিল না কোনো অস্পষ্ট ঘ্রাণ
আজকাল প্রেম বক্তব্য নয় বলে,
তোমার লাল নখে চিরে দিও না হৃদয়।
পরাজিত ভালোবাসায় নেই কোনো বৈরী রাগ
দেউল মনে বাজে ম্রিয়মাণ ইমনের স্বরলিপি আজ।